পণ্যদ্রব্য কাকে বলে? পণ্য বলতে কি বুঝায়? পণ্য মানে কি? Definition Of Product.
মজুদ পণ্য ২ টি পদ্ধতিতে লিপিবদ্ধকরা হয় – Reporting Inventory.
১। কালান্তিক বা কালীন মজুদ পদ্ধতি (Periodic Inventory System)
২। অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি (Perpetual Inventory System)
কালান্তিক মজুদ পদ্ধতি
কালান্তিক শব্দ কে সহজ ভাবে ভাগ করলে আমরা পাই-
কাল + অন্ত; এখন কাল মানে = সময় আর অন্ত মানে শেষ ।
অর্থাৎ যে মজুদ পদ্ধতিতে হিসাব কাল শেষে গণনা করা হয় তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে।
বিস্তারিত- কালান্তিক মজুদ পদ্ধতি
কালান্তিক মজুদ পদ্ধতি কাকে বলে ? বা কালান্তিক মজুদ পদ্ধতি বলতে কি বোঝায়?
উত্তর - যে পদ্ধতিতে পণ্যদ্রব্য ক্রয় ও বিক্রয়ের সময় মজুদ পণ্য সম্পর্কিত গণনা সাথে সাথে না করে হিসাব কাল শেষে গণনা করা হয় তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে। এই পদ্ধতিতে পণ্যদ্রব্য কে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়।
পণ্যদ্রব্য সংক্রান্ত হিসাব অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহণ এবং পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব নামে পৃথক হিসাব সংরক্ষন করা হয়।
যেমনঃ কালান্তিক
মজুদ পদ্ধতিতে,
১।
পণ্য দ্রব্য ক্রয় ৮,০০০ টাকা
হিসাব |
হিসাব
শ্রেণি |
ডেবিট
/ ক্রেডিট |
ক্রয়
হিসাব নগদান
হিসাব
|
ব্যয় সম্পদ
|
ডেবিট ক্রেডিট
|
এই লেনদেনে, পণ্যদ্রব্য কে ক্রয় হিসাব নামে এবং ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়।
২। ক্রয়কৃত পণ্য আনায়নে পরিবহণ খরচ / আন্তঃ পরিবহণ খরচ ৩০০০ টাকা।
হিসাব
|
হিসাব
শ্রেণি
|
ডেবিট
/ ক্রেডিট
|
ক্রয়
পরিবহণ হিসাব
নগদান হিসাব |
ব্যয়
সম্পদ |
ডেবিট
ক্রেডিট |
এই লেনদেনে, ক্রয়কৃত পণ্য আনায়নে পরিবহণ খরচ বা আন্তঃ পরিবহণ খরচ কে ক্রয় পরিবহণ হিসাব বা
আন্তঃ পরিবহণ হিসাব নামে এবং ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়।
৩।
পণ্য দ্রব্য বিক্রয় ৫,০০০ টাকা
হিসাব
|
হিসাব
শ্রেণি
|
ডেবিট
/ ক্রেডিট
|
নগদান
হিসাব
বিক্রয় হিসাব |
সম্পদ
আয় |
ডেবিট
ক্রেডিট |
এই লেনদেনে, পণ্যদ্রব্য বিক্রয় কে বিক্রয় হিসাব নামে এবং আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়।
অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি
অবিরত শব্দের অর্থ বিরতি নেই আর নিত্য অর্থ নিয়মিত ।
অর্থাৎ যে মজুদ পদ্ধতিতে নিয়মিত বা বিরতিহীন ভাবে মজুদ পণ্য গণনা করা
হয় তাকে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি বলে।
বিস্তারিত- অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি।
অবিরত বা নিত্য মজুদ
পদ্ধতি কাকে বলে ? বা অবিরত বা নিত্য মজুদ
পদ্ধতি বলতে কি বোঝায়?
উত্তর - যে পদ্ধতিতে পণ্যদ্রব্য ক্রয় ও বিক্রয়ের সময়
মজুদ পণ্য সম্পর্কিত গণনা সাথে সাথে করা হয় করে তাকে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি বলে। এই পদ্ধতিতে পণ্যদ্রব্য কে সম্পদ হিসাবে
লিপিবদ্ধ করা হয়।
পণ্যদ্রব্য সংক্রান্ত হিসাব অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয়, ক্রয়
ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহণ এর জন্য পৃথক কোনো হিসাব সংরক্ষন না করে একটি হিসাবে
লিপিবদ্ধ করা হয় – মজুদ পণ্য হিসাব ।
যেহেতু, পণ্যদ্রব্য কে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয় তাই পণ্যদ্রব্য ক্রয় বা ক্রয় পরিবহণের ক্ষেত্রে মজুদ পণ্য কে বাড়ানো হবে এবং ক্রয় ফেরত বা ক্রয় বাট্টার ক্ষেত্রে মজুদ পণ্য হিসাবকে কমানো হবে।
যেমনঃ অবিরত বা নিত্য মজুদ
পদ্ধতি
ব্যাখ্যা –
১. পণ্য দ্রব্য ক্রয় ৮,০০০ টাকা
হিসাব |
হিসাব
শ্রেণি |
ডেবিট
/ ক্রেডিট |
মজুদ
পণ্য হিসাব নগদান
হিসাব
|
সম্পদ সম্পদ
|
ডেবিট ক্রেডিট
|
হিসাবে লিপিবদ্ধ করা হয়।
২। ক্রয়কৃত পণ্য আনায়নে পরিবহণ খরচ
/ আন্তঃ পরিবহণ খরচ ৩০০০ টাকা।
হিসাব |
হিসাব
শ্রেণি |
ডেবিট
/ ক্রেডিট |
মজুদ
পণ্য হিসাব নগদান
হিসাব
|
সম্পদ সম্পদ
|
ডেবিট ক্রেডিট
|
এই লেনদেনে, ক্রয়কৃত পণ্য আনায়নে পরিবহণ খরচ বা আন্তঃ পরিবহণ খরচ কে মজুদ পণ্য হিসাব নামে এবং সম্পদ
হিসাবে লিপিবদ্ধ করা হয়।
* অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে বিক্রয় সংক্রান্ত
১। বিক্রয় করা হলে- নগদ টাকা বারাতে হবে এবং বিক্রয় হিসাবেও বাড়াতে হবে। (কালান্তিক মজুদের মতো।
২। যেহেতু বিক্রয়ের ফলে মজুদ পণ্য হ্রাস পায় বা কমে যায় তাই মজুদ পণ্য হিসাব কে কমাতে হবে এবং মজুদ পণ্যর ব্যয় অর্থাৎ বিক্রিত পণ্যর ব্যয় বাড়াতে হবে।
যেমনঃ
১।
পণ্য দ্রব্য বিক্রয় ৮,০০০ টাকা
হিসাব |
হিসাব
শ্রেণি |
ডেবিট
/ ক্রেডিট |
নগদান
হিসাব বিক্রয়
হিসাব বিক্রিত
পণ্যের ব্যয় হিসাব মজুদ
পণ্য হিসাব |
সম্পদ আয়
ব্যয় সম্পদ |
ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট |
ব্যাখ্যা –
দ্বিতীয়তে দেখা যায়, মজুদের ব্যয় যা বিক্রি হয় তা লিপিবদ্ধ করা হয় বিক্রিত পণ্যের ব্যয় হিসাব নামে এবং যেহেতু ঐ পরিমাণ মজুদ কমে যায় তাই মজুদ পণ্য হিসাব কে কমানো হয়েছে ক্রেডিট করার মাধ্যমে ।
মজুদ পদ্ধতির ধরন
মজুদ পদ্ধতির তুলনা
অবিরত মজুদ পদ্ধতির সুবিধা
অবিরত মজুদ পদ্ধতির অসুবিধা
নিত্য মজুদ পদ্ধতির সুবিধা
নিত্য মজুদ পদ্ধতির অসুবিধা
কালান্তিক মজুদ পদ্ধতির সুবিধা
কালান্তিক মজুদ পদ্ধতির অসুবিধা
নিত্য মজুদ পদ্ধতি গণনা
কালান্তিক মজুদ পদ্ধতি গণনা
অবিরত মজুদ পদ্ধতি উদাহরণ
নিত্য মজুদ পদ্ধতি উদাহরণ
কালান্তিক মজুদ পদ্ধতি উদাহরণ
অবিরত মজুদ পদ্ধতি অ্যাডভান্স
নিত্য মজুদ পদ্ধতি অ্যাডভান্স
কালান্তিক মজুদ পদ্ধতি অ্যাডভান্স
অবিরত মজুদ পদ্ধতি নিত্য মজুদ পদ্ধতি পাঠ আব্দুর রহমান প্রিন্স path abdur Rahman prince