Post Top Ad

Tuesday, November 4, 2025

জীববিজ্ঞান ১মপত্র অধ্যায় - অধ্যায় - ৮: টিস্যু ও টিস্যুতন্ত্র | Path Abdur Rahman Prince | HSC Biology Science

 

জীববিজ্ঞান ১মপত্র

অধ্যায় - অধ্যায় - ৮: টিস্যু ও টিস্যুতন্ত্র


১.কোন টিস্যুর কোষগুলো অসমভাবে পুরু থাকে?

 ক) প্যারেনকাইমা                                        খ) কোলেনকাইমা

 গ) স্ক্লেরেনকাইমা                  ঘ) অ্যারেনকাইমা

  সঠিক উত্তর: (খ)

২.কোন ভাজক টিস্যুর প্রভাবে মূল বা কান্ডের পার্শ্ব বৃদ্ধি ঘটে?

 ক) প্রাইমারি                          খ) প্রারম্ভিক

 গ) সেকেন্ডারি                         ঘ) নিবেশিত

  সঠিক উত্তর: (গ)

৩.নিচের কোনটি হতে গ্রাউন্ড টিস্যু গঠিত হয়?

 ক) ভাস্কুলার বান্ডল                 খ) কর্ক ক্যাম্বিয়াম

 গ) প্রোক্যাম্বিয়াম                                        ঘ) গ্রাউন্ড মেরিস্টেম

  সঠিক উত্তর: (ঘ)

৪.যেসব স্থায়ী টিস্যুর সবগুলো কোষে, আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্য এক রকম তাদের কী বলা হয়?

 ক) জটিল টিস্যু                       খ) সরল টিস্যু

 গ) রিব টিস্যু                           ঘ) ভাজক টিস্যু

  সঠিক উত্তর: (খ)

৫.নিচের কোন টিস্যুর নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়?

 ক) জটিল টিস্যু                       খ) ভাজক টিস্যু

 গ) যৌগিক টিস্যু                      ঘ) সরল টিস্যু

  সঠিক উত্তর: (খ)

৬.তেল, ট্যানিন ও খনিজ লবণ বিদ্যমান কোনটিতে?

 ক) ইডিওব্লাস্ট                         খ) ক্লোরেনকাইমা

 গ) অ্যারেনকাইম                     ঘ) স্টিলেট

  সঠিক উত্তর: (ক)

৭.কখন উদ্ভিদে নতুন পাতা গজায়?

 ক) বর্ষাকালে                           খ) শীতের শুরুতে

 গ) হেমন্তকালে                       ঘ) বসন্তকালে

  সঠিক উত্তর: (ঘ)

৮.প্রোটোডার্মের ভাজক কোষের পরিবর্তিত রূপ -

i. এপিডার্মিস

ii. এন্ডোডার্মিস

iii. এপিব্লেমা

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৯.নিচের কোনটি ভুট্টা কান্ডে সম্পূর্ণরূপে অনুপস্থিত?

 ক) পিথ                                 খ) কর্টেক্স

 গ)এপিব্লেমা                           ঘ) পিথর

  সঠিক উত্তর: (ঘ)

১০.সরু ব্যাসবিশিষ্ট জাইলেমকে বলে -

 ক) মেটাজাইলেম                                       খ) প্রোমেটাজাইলেম

 গ) এন্ডার্ক                              ঘ) মেসার্ক

  সঠিক উত্তর: (খ)

১১.মিষ্টি কুমড়া গাছের কান্ডে কোন ধরনের ভাস্কুলার টিস্যু থাকে?

 ক) সমদ্বিপার্শ্বীয়                      খ) সমপার্শ্বীয়

 গ) অরীয়                               ঘ) কেন্দ্রিক

  সঠিক উত্তর: (ক)

১২.কোন টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়?

 ক) প্রাইমারি ভাজক টিস্যু           খ) শীর্ষস্থ ভাজক টিস্যু

 গ) ইন্টারক্যালরি ভাজক টিস্যু     ঘ) পার্শ্বীয় ভাজক টিস্যু

  সঠিক উত্তর: (খ)

১৩.প্লেট টিস্যুর উদাহরণ কোনটি?

 ক) মজ্জা                               খ) পাতা

 গ) সস্যকলা                           ঘ) কর্টেক্স

  সঠিক উত্তর: (খ)

১৪.কোন টিস্যুর বিভাজনে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে?

 ক) শীর্ষস্থ ভাজক টিস্যু              খ) পার্শ্বীয় ভাজক টিস্যু

 গ) প্রোটোর্ডাম                        ঘ) প্রারম্ভিক ভাজক টিস্যু

  সঠিক উত্তর: (খ)

১৫.জটিল টিস্যুর অন্তর্ভুক্ত -

i. ফ্লোয়েম টিস্যু

ii. জাইলেম টিস্যু

iii. তরুক্ষীর টিস্যু ও গ্রন্থি টিস্যু

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii      গ) i ও iii      ঘ) i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬.নিচের কোনটি থেকে ভাস্কুলার টিস্যুতন্ত্র সৃষ্টি হয়?

 ক) প্রোটোডার্ম                        খ) প্রোক্যাম্বিয়াম

 গ) কর্ক ক্যাম্বিয়াম                                        ঘ) কর্টেক্স

  সঠিক উত্তর: (খ)

১৭.নারিকেলের মূলের অন্তর্গঠনে কোনটি অনুপস্থিত?

 ক) এন্ডোডার্মিস                      খ) পেরিসাইকল

 গ) মজ্জা                                ঘ) হাইপোডার্মিস

  সঠিক উত্তর: (ঘ)

১৮.জাইলেম Y বা V আকৃতি দেখা যায় -

 ক) একবীজপত্রী কান্ডে             খ) দ্বিবীজপত্রী কান্ডে

 গ) একবীজপত্রী মূলে               ঘ) দ্বিবীজপত্রী মূলে

  সঠিক উত্তর: (ক)

১৯.জটিল টিস্যু কোনটি?

 ক) কোলেনকাইমা                   খ) স্ক্লেরেনকাইমা

 গ) পেরেনকাইমা                                        ঘ) জাইলেম ও ফ্লোয়েম

  সঠিক উত্তর: (ঘ)

২০.এপিডার্মিসের কোষগুলো কী জাতীয়?

 ক) প্যারেনকাইমা                                       খ) কোলেনকাইমা

 গ) স্ক্লেরেনকাইমা                   ঘ) অ্যারেনকাইমা

  সঠিক উত্তর: (ক)

২১.কোন উদ্ভিদে কিউটিকলের পরিবর্তে মোমের স্তর আছে?

 ক) আফিম                             খ) রাবার

 গ) কচুরিপানা                          ঘ) ছাতিম

  সঠিক উত্তর: (গ)

২২.একটি একবীজপত্রী মূলে জাইলেম বান্ডেল থাকে -

 ক) একের অধিক                                       খ) চার থেকে ছয়টি

 গ) ছয়ের অধিক                      ঘ) দুটি

  সঠিক উত্তর: (গ)

২৩. পরিচক্রের কাজ -

i. খাদ্য তৈরি

ii. খাদ্য সঞ্চয়

iii. যান্ত্রিক শক্তি প্রদান

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii           খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৪.Xylose শব্দটির অর্থ কী?

 ক) বস্ত্র              খ) বাঁশ           গ) কাঠ          ঘ) লোহা

সঠিক উত্তর: (গ)

২৫.কর্কক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যুর উদাহরণ?

 ক) প্রাইমারি ভাজক টিস্যু           খ) প্রারম্ভিক ভাজক টিস্যু

 গ) সেকেন্ডারী ভাজক টিস্যু       ঘ) রিব ভাজক টিস্যু

  সঠিক উত্তর: (গ)

২৬.পত্ররন্ধ্র বন্ধ বা খোলার কাজ নিয়ন্ত্রণ করে কোনটি?

 ক) রক্ষীকোষ                          খ) এপিডার্মিস

 গ) স্টোমাটা                           ঘ) পেরিডার্মিস

  সঠিক উত্তর: (ক)

২৭.কোনটি ভাস্কুলার বান্ডলের কাজ?

 ক) খাদ্য তৈরি                         খ) খাদ্য ও কাঁচামাল পরিবহন

 গ) খাদ্য সঞ্চয়                        ঘ) খাদ্যের পচন নিবারণ

  সঠিক উত্তর: (খ)

২৮.কোন টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের আয়তনে বৃদ্ধি ঘটে?

 ক) মাস ভাজক টিস্যু                খ) প্লেট ভাজক টিস্যু

 গ) রিব ভাজক টিস্যু                  ঘ) উপরের সবগুলো

  সঠিক উত্তর: (খ)

২৯.একবীজপত্রী উদ্ভিদের কান্ডের জাইলেম উপাদানগুলোর আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো?

 ক) U বা V         খ) V বা X     গ) V বা Y    ঘ) Y বা Z

  সঠিক উত্তর: (গ)

৩০.নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য?

 ক) বহুকোষী রোমযুক্ত

 খ) কর্টেক্স অসমসত্ত্ব প্রকৃতির

 গ) ভাস্কুলার বান্ডল সংযুক্ত প্রকৃতির

 ঘ) পিথ চওড়া

  সঠিক উত্তর: (ঘ)

৩১.কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকল প্রভৃতি কোন টিস্যু হতে উৎপন্ন?

 ক) প্রোটোডার্ম                       খ) গ্রাউন্ড মেরিস্টেম

 গ) প্রোক্যাম্বিয়াম                                        ঘ) এপিডার্মাল

  সঠিক উত্তর: (খ)

৩২.সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি -

 ক) প্রোমেরিস্টেম হতে

 খ) পাতার মেসোফিল কোষ হতে

 গ) কর্ক ক্যাম্বিয়াম হতে

 ঘ) বায়ু কুঠুরী হতে

  সঠিক উত্তর: (গ)

৩৩.বাইরের আঘাত থেকে রক্ষা করে নিচের কোনটি?

 ক) Epidermis                     খ) Hypodermis

 গ) Endodermis                                     ঘ) Cortex

  সঠিক উত্তর: (ক)

৩৪.ভাজক টিস্যুর অবস্থান -

i. কান্ড ও মূলের শীর্ষে

ii. কচি পাতায়

iii. পুষ্প ও কান্ডের পরিধিতে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত অংশটির নাম -

 ক) কর্টেক্স                             খ) পেরিসাইকল

 গ) মেডুলা                             ঘ) এন্ডোডার্মিস

  সঠিক উত্তর: (ক)

৩৬.বর্ষবলয় উৎপন্ন হয় যে কারণে -

 ক) উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য

 খ) কর্ক ক্যাম্বিয়াম সৃষ্টির জন্য

 গ) ল্যান্টিসেল তৈরির জন্য

 ঘ) কর্টেক্স বৃদ্ধির জন্য

  সঠিক উত্তর: (ক)

৩৭.ইডিওব্লাস্ট প্যারেনকাইমা কোষে বিদ্যমান -

i. তেল

ii. ভিটামিন

iii. ট্যানিন

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (গ)

৩৮.পত্ররন্ধ্র কোন টিস্যুতন্ত্রের অন্তর্গত?

 ক) এপিডার্মাল                       খ) ভাস্কুলার

 গ) বহিঃস্টিলিয়                       ঘ) অন্তঃস্টিলি

  সঠিক উত্তর: (ক)

৩৯.কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়?

 ক) Cycas         খ) সরিষা      গ) গম           ঘ) আখ

  সঠিক উত্তর: (ক)

৪০.প্রারম্ভিক ভাজক টিস্যুর অবস্থান -

i. মূলের শীর্ষে

ii. কান্ডের গোড়ায়

iii. কান্ডের শীর্ষে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ)i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪১. ফ্লোয়েম টিস্যুর একমাত্র মৃত উপাদান নিচের কোনটি?

 ক) সীভনল                            খ) সঙ্গীকোষ

 গ) ফ্লোয়েম ফাইবার                 ঘ) ফ্লোয়েম প্যারেনকাইমা

  সঠিক উত্তর: (গ)

৪২.উদ্ভিদের অধিকাংশ অঞ্চল কোন টিস্যু দিয়ে গঠিত?

 ক) কোলেনকাইমা                                       খ) ক্লোরেনকাইমা

 গ) অ্যারেনকাইমা                    ঘ) প্যারেনকাইমা

  সঠিক উত্তর: (ঘ)

৪৩. কোন টিস্যুর কোষ স্টোন কোষ?

 ক) স্ক্লেরাইড                        খ) কোলেনকাইমা

 গ)প্যারেনকাইমা                     ঘ) ফাইবার

 সঠিক উত্তর: (ক)

৪৪.প্লেট মেরিস্টেম এর উদাহরণ -

 ক) কান্ডের কলা                     খ) পাতার কলা

 গ) ভ্রূণ                                 ঘ) বীজ

 সঠিক উত্তর: (খ)

৪৫.লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায় -

i. Dracaena

ii. Yucca

iii. Selaginella

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii           খ) ii ও iii     গ) i ও iii     ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ক)

৪৬.নিচের কোন টিস্যুটি সংবহনে সাহায্য করে?

 ক) মাস খ) রিব গ) প্লেট ঘ) প্রোটোডার্ম

 সঠিক উত্তর: (খ)

৪৭. দ্বিবীজপত্রী উদ্ভিদের হাইপোডার্মিস কোন কোষ দ্বারা গঠিত?

 ক) প্যারেনকাইমা                                        খ) স্ক্লেরেনকােইমা

 গ) কোলেনকাইমা                                       ঘ) অ্যারেনকাইমা

 সঠিক উত্তর: (গ)

৪৮.সেকেন্ডারি ভাজক টিস্যু কোন স্তর হতে সৃষ্টি হয়?

 ক) মজ্জা                               খ) পেরিসাইকল

 গ) এপিডার্মিস                        ঘ) কর্টেক্স

 সঠিক উত্তর: (ক)

৪৯.গৌণ বা সেকেন্ডারি ভাজক টিস্যু হলো -

i. প্রোক্যাম্বিয়াম

ii. কর্ক ক্যাম্বিয়াম

iii. ইন্টারফ্যালিকুলার ক্যাম্বিয়াম

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii           খ) ii ও iii    গ) i ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (খ)

৫০.নিচের কোন টিস্যুকে যৌগিক টিস্যু বলা হয়?

 ক) জাইলেম টিস্যু                                       খ) ক্যাম্বিয়াম টিস্যু

 গ)তরুক্ষীর টিস্যু                     ঘ) ক্ষরণকারী টিস্যু

 সঠিক উত্তর: (ক)

৫১.সংযুক্ত ভাস্কুলার বান্ডল কত প্রকার?

 ক) ২                খ) ৩             গ) ৪             ঘ) ৫

 সঠিক উত্তর: (ক)

৫২.হাইডাথোড দিয়ে তরল পানি বের হওয়ার প্রক্রিয়ার নাম কি?

 ক) এপিথেম        খ) গাটেশন    গ) প্রস্বেদন    ঘ) শ্বসন

 সঠিক উত্তর: (খ)

৫৩.ক্ষারণকারী টিস্যু হলো -

i. রেজিন

ii. পদ

iii. আঠা

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii      গ) i ও iii     ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫৪.ফ্লোয়েম, পেরিসাইকল ও কর্টেক্স ফাইবারকে সাধারণত কী বলা হয়?

 ক) স্ক্লেরাইড                         খ) ট্রাকিড

 গ) বাস্ট ফাইবার                      ঘ)ভেসেল

 সঠিক উত্তর: (গ)

৫৫. ফ্লোয়েমের মাথায় অবস্থানকারী স্ক্লেরেনকাইমা টিস্যুকে কী বলে?

 ক) হার্ডবাস্ট                           খ) কর্টেক্স

 গ)স্টিলি                                ঘ) পরিচক্র

 সঠিক উত্তর: (ক)

৫৬.কোথা হতে ভাজক টিস্যু সৃষ্টি হয়?

 ক) ক্যাম্বিয়াম                         খ) কর্টেক্স

 গ) মেরিস্টেম                         ঘ) প্রোমেরিস্টেম

সঠিক উত্তর: (ঘ)

৫৭.মূলের বৈশিষ্ট্য কোনটি?

 ক) জাইলেম এন্ডার্ক

 খ) ভাস্কুলার বান্ডল সব সময়ই অরীয়

 গ) কর্টেক্স অপেক্ষাকৃত ছোট

 ঘ) অধঃত্বক থাকে

সঠিক উত্তর: (খ)

৫৮.তৈরি খাদ্য গাছের বিভিন্ন অংশে পরিবহণ করে কোন টিস্যু?

 ক) জাইলেম       খ) ফ্লোয়েম   গ) প্যারেনকাইমা ঘ) ভাজক

  সঠিক উত্তর: (ক)

৫৯.নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু হতে পাওয়া যায়?

 ক) রেজিন         খ) মোম        গ) মধু           ঘ) কোষরস

 সঠিক উত্তর: (ক)

৬০.বিছুটি, আলকুশি প্রভৃতি উদ্ভিদে কোন ধরনের রোম পাওয়া যায়?

 ক) গ্রন্থিরোম                          খ) দংশকরোম

 গ) মূলরোম                           ঘ) কোনটিই নয়

 সঠিক উত্তর: (খ)

৬১.গ্রাউন্ড টিস্যুতন্ত্রের প্রকৃতি কীরূপ?

 ক) সমসত্ত্ব                             খ) অসমসত্ত্ব

 গ) মিশ্র                                ঘ) সরল

 সঠিক উত্তর: (খ)

৬২.শীর্ষস্থ ভাজক টিস্যুর সবচেয়ে বাইরের স্তর কোনটি?

 ক) এপিডার্ম                           খ) এক্টোডার্ম

 গ) প্রোটোডার্ম                        ঘ) এন্ডোডার্ম

 সঠিক উত্তর: (গ)

৬৩.নিচের কোনটি হ্যাড্রোসেন্ট্রিক উদ্ভিদ?

 ক) Dracaena                      খ) Yucca

 গ) Semibarbula                  ঘ) Pteris

সঠিক উত্তর: (ঘ)

৬৪.কোন উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়?

 ক) লাউ, কুমড়া                      খ) জবা, ধুতুরা

 গ) আম, জাম                        ঘ) ধান, গম

 সঠিক উত্তর: (ক)

৬৫.গ্রাউন্ড টিস্যুর বহি:স্টিলিয় অঞ্চলে রয়েছে -

i. এপিডার্মিস ও হাইপোডার্মিস

ii. হাইপোডার্মিস ও কর্টেক্স

iii. কর্টেক্স ও এন্ডোডার্মিস

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii           খ) ii ও iii    গ) i ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (খ)

৬৬.বৃক্ষের বয়স নির্ণয় করা যায় নিচের কোনটির পরিমাপ বা সংখ্যা নির্ণয় করে?

 ক) পরিধি                              খ) দৈর্ঘ্য

 গ) বর্ষবলয়                             ঘ) শাখা-প্রশাখা

সঠিক উত্তর: (গ)

৬৭.একবীজপত্রী মূলের জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা -

 ক) ২-৪টি           খ) ৪-৬টি      গ) ২-৬টি ঘ) ৬-এর অধিক

 সঠিক উত্তর: (ঘ)

৬৮.দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে কোনটি?

 ক) নিবেশিত ভাজক টিস্যু          খ) শীর্ষস্থ ভাজক টিস্যু

 গ) পার্শ্বীয় ভাজক টিস্যু             ঘ) প্রারম্ভিক ভাজক টিস্যু

সঠিক উত্তর: (ক)

৬৯.মেডুলারী রশ্মি কেবলমাত্র কোথায় পাওয়া যায়?

 ক) একবীজপত্রী উদ্ভিদ কান্ডে     খ) দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ডে

 গ) একবীজপত্রী উদ্ভিদ মূলে      ঘ) দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে

সঠিক উত্তর: (খ)

৭০.সরু গর্ভযুক্ত ভেসেল কোনটি?

 ক) জাইলেম                          খ) মেটাজাইলেম

 গ) প্রোজাইলেম                     ঘ) প্রোটাজাইলেম

  সঠিক উত্তর: (ঘ)

৭১.গ্রন্থিটিস্যু হতে ক্ষরিত হয় -

i. মধু

ii. টমেটো

iii. রঁজন

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii       ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭২.কোন ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ অঙ্গের আংশিক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে?

 ক) নিবেশিত                          খ) শীর্ষস্থ

 গ) পার্শ্বীয়                               ঘ) সেকেন্ডারি

 সঠিক উত্তর: (ক)

৭৩.হাইডাথোড দেখা যায় -

i. টমেটোতে

ii. কচুতে

iii. আলুতে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ক)

৭৪.মধু, আঠা, রজন ইত্যাদি ক্ষরিত হয় কোনটি থেকে?

 ক) তরুক্ষীর নালি                    খ) গ্রন্থিটিস্যু

 গ) তরুক্ষীর কোষ                   ঘ) সীভনল হতে

সঠিক উত্তর: (খ)

৭৫.শীতকালে গাছের পাতা ঝরে যাওয়ার কারণ -

 ক) মাটিতে পানির পরিমাণ কম থাকে

 খ) মাটিতে পানির পরিমাণ বেশি থাকে

 গ) উদ্ভিদের বৃদ্ধি অত্যধিক বৃদ্ধি পাওয়ায়

 ঘ) অধিক বৃষ্টিপাত

সঠিক উত্তর: (ক)

৭৬.এপিথেম কার অংশ?

 ক) পত্ররন্ধ্র         খ) পানিরন্ধ্র     গ) পাইলেম   ঘ) ফ্লোয়েম

 সঠিক উত্তর: (খ)

৭৭.অ্যারেনকাইমা থাকে কোন উদ্ভিদে?

 ক) স্থলজ          খ) মরুজ        গ) জলজ      ঘ) ম্যানগ্রোভ

  সঠিক উত্তর: (গ)

৭৮.উদ্ভিদের প্রধান শোষণ অঙ্গ হিসেবে কাজ করে -

 ক) পত্ররন্ধ্র         খ) মূলরোম    গ) মূলত্বক      ঘ) কান্ড

 সঠিক উত্তর: (গ)

৭৯.একবীজপত্রী উদ্ভিদের হাইপোডার্মিস কোন টিস্যু দ্বারা গঠিত?

 ক) প্যারেনকাইমা                                       খ) কোলেনকাইমা

 গ) স্ক্লেরেনকাইমা                  ঘ) অ্যারেনকাইমা

 সঠিক উত্তর: (গ)

৮০.উদ্ভিদের বিভিন্ন অংশকে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু?

 ক) প্যারেনকাইমা                                        খ) স্ক্লেরেনকাইমা

 গ) ক্লোরেনকাইমা                                       ঘ) অ্যারেনকাইমা

 সঠিক উত্তর: (গ)

৮১.ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো -

i. কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত

ii. কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে

iii. নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৮২.প্যারেনকাইমার কাজ -

i. খাদ্য প্রস্তুত

ii. খাদ্য সঞ্চয়

iii. খাদ্য পরিবহন

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ঘ)

৮৩.বহি:স্টিলিয় অঞ্চল যেসব অংশ নিয়ে গঠিত -

i. অধ:ত্বক

ii. কর্টেক্স

iii. অন্ত:ত্বক

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ঘ)

৮৪.পত্ররন্ধ্রের অবস্থান -

i. বৃত্যংশে

ii. পাতায়

iii. পাপড়িতে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৮৫.পত্ররন্ধে কয়টি রক্ষীকোষ থাকে?

 ক) ২                খ) ৩             গ) ৪             ঘ) ১

সঠিক উত্তর: (ক)

৮৬.স্টার্চ সিথ ভান্ডার কোষ হিসেবে কাজ করে নিচের কোনটি?

 ক) হাইপোডার্মিস                                       খ) এন্ডোডার্মিস

 গ) কর্টেক্স                              ঘ) পেরিসাইকল

 সঠিক উত্তর: (খ)

৮৭.একবীজপত্রী উদ্ভিদের মূলের -

i. ভাস্কুলার বান্ডল অরীয়

ii. এপিব্লেমা কিউটিকলবিহীন

iii. জাইলেম বা ফ্লোয়েমগুচ্ছের সংখ্যা ৪-এর কম

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

 

Post Top Ad