Sentence
Sentence: আমরা যখন কথা বলি বা লিখি, তখন এমন কিছু শব্দ একসাথে সাজাই যাতে পূর্ণ অর্থ পাওয়া যায় — সেটাই বাক্য।
- আমি বাজারে গেলাম।
- তুমি বই পড়ছো।
ইংরেজিতে যেমন:
-
I went to the market.
-
You are reading a book.
মনে রাখো — শুধু কিছু শব্দ একসাথে বসালেই বাক্য হয় না, পূর্ণ অর্থ থাকা জরুরি।
যেমন:
-
In the park ❌ (পূর্ণ অর্থ নেই)
-
Playing football ❌ (কে খেলছে বোঝা যাচ্ছে না)
ব্যাকরণের চোখে
Sentence = Subject + Verb + Object
কর্তা (Subject):
বাংলা: যিনি বা যা কাজ করছে বা যার কথা বলা হচ্ছে।
উদাহরণ / Example:
-
রাফি খেলছে।
-
Rafi is playing.
২. Verb (ক্রিয়া)
বাংলা: যে কাজটি করা হচ্ছে বা প্রকাশ পাচ্ছে।
English: The action or state performed by the subject.
উদাহরণ / Example:
-
রাফি খেলছে।
-
Rafi is playing.
৩. Object (কর্ম)
বাংলা: যার ওপর কাজটি করা হচ্ছে বা যাকে কাজ দ্বারা প্রভাবিত করা হচ্ছে।
English: The person or thing receiving the action or affected by it.
উদাহরণ / Example:
-
রাফি আপেল খাচ্ছে।
-
Rafi is eating an apple.
সহজভাবে Subject, Verb Object চিনার উপায়ঃ / Finding Subject, Verb and Object in a Sentence :
-
Subject (কর্তা): কে কাজটি করে ? / Who does or doing the job ?
-
Verb (ক্রিয়া): কি করছে বা সাবজেক্ট কি করছে ? / What is doing?
-
Object (কর্ম): Verb কে প্রশ্ন করা হলেঃ কাকে/কি যে উত্তর পাওয়া যায় তাই Object / Whom/what is affected?
সম্পূর্ণ উদাহরণ / Full example:
রাফি (Subject) খাচ্ছে (Verb) আপেল (Object)।
Rafi (Subject) is eating (Verb) an apple (Object).
Subject সম্পর্কে বিস্ত্রারিত
সাধারণ অবস্থান বাক্যে Subject শুরুতে থাকে বা Verb এর আগে আসে। যেমনঃ
- She sings a song.
- Rafi is playing football.
- They went to school.
Subject কী বা কারা হতে পারে? (What can be the Subject?)
১. Noun (বিশেষ্য)
Subject সাধারণত একটা noun বা noun phrase হয় — যেটা বাক্যের “কর্ত্তা” বা “কাদের সম্পর্কে বলা হচ্ছে” বোঝায়।
Examples:
-
Ali is playing.
-
The book is on the table.
-
Honesty is the best policy.
২. Pronoun (সর্বনাম)
Subject হিসেবে pronoun (he, she, it, they, we, you, I) ব্যবহার হয়।
Examples:
-
She is a teacher.
-
They are coming.
-
I like chocolate.
৩. Noun Phrase (বিশেষ্যবাচক গুচ্ছ)
একটি noun + modifiers, determiners (the, a, my, his), adjectives নিয়ে noun phrase গঠন করে Subject হতে পারে।
Examples:
-
The tall boy is my cousin.
-
My new laptop is expensive.
-
Several students passed the exam.
৪. Gerund Phrase (ক্রিয়া বিশেষ্য)
Verb + ing ফর্ম noun হিসেবে Subject হতে পারে।
Examples:
-
Swimming is fun.
-
Reading books improves knowledge.
৫. Infinitive Phrase (to + Verb)
Infinitive phraseও Subject হতে পারে, যদিও কমই হয়।
Examples:
-
To study hard is important.
-
To travel abroad was his dream.
৬. Clause (বাক্যাংশ)
সম্পূর্ণ বাক্য বা clause (subordinate clause) Subject হিসেবে আসতে পারে।
Examples:
-
What he said is true.
-
That she came late surprised everyone.
৭. Expletive Subject (Dummy Subject) - There / It
“There” বা “It” অর্থবোধক Subject নয়, তবে বাক্যে Subject এর জায়গা পূরণ করে।
Examples:
-
There is a cat on the roof.
-
It is raining.
Sentence-এর প্রকারভেদ (By Function)
চার ধরনের Sentence —
-
Assertive (বর্ণনামূলক)
-
Positive: He is a student. (সে একজন ছাত্র।)
-
Negative: He is not a student. (সে একজন ছাত্র নয়।)
-
-
Interrogative (প্রশ্নবোধক)
-
Where do you live? (তুমি কোথায় থাকো?)
-
-
Imperative (আদেশ/অনুরোধ)
-
Please help me. (আমাকে সাহায্য করো।)
-
-
Exclamatory (বিস্ময়সূচক)
-
What a nice place! (কি সুন্দর জায়গা!)
-
Sentence-এর প্রকারভেদ (By Structure)
1. Simple Sentence (সরল বাক্য)
একটি মাত্র Clause থাকে (একটি কর্তা + বিধেয়)
-
I love my country.
-
আমি আমার দেশকে ভালোবাসি।
2. Compound Sentence (যৌগিক বাক্য)
দুটি বা ততোধিক Independent Clause যুক্ত হয় conjunction দিয়ে।
-
I called him but he didn’t answer.
-
আমি তাকে ফোন করলাম কিন্তু সে ধরেনি।
3. Complex Sentence (জটিল বাক্য)
Main Clause + এক বা একাধিক Subordinate Clause থাকে।
-
I stayed at home because it was raining.
-
আমি বাসায় ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল।
Verb (ক্রিয়া)
I run every morning. (আমি প্রতিদিন সকালে দৌড়াই — এখানে "run" কর্তার কাজ বোঝাচ্ছে)
-
She is happy. (সে সুখী — এখানে "is" কর্তার অবস্থা বোঝাচ্ছে)
-
The glass broke. (গ্লাস ভেঙে গেছে — এখানে "broke" কর্তার সাথে ঘটে যাওয়া ঘটনা বোঝাচ্ছে)
Types of Verbs (ক্রিয়ার প্রকারভেদ)
1. Action Verbs (কর্মবাচক ক্রিয়া)
Examples:
-
English: run, write, think, build
-
Bangla: দৌড়ানো, লেখা, ভাবা, নির্মাণ করা
Sentences:
-
She teaches English. (সে ইংরেজি শেখায়।) → এখানে “teaches” হলো কাজ বা action।
-
They built a house. (তারা একটি বাড়ি নির্মাণ করেছিল।) → “built” কাজ প্রকাশ করছে।
2. Stative Verbs (অবস্থা বাচক ক্রিয়া)
সংজ্ঞা: যেসব ক্রিয়া অবস্থা, অনুভূতি, মালিকানা বা ইন্দ্রিয় প্রকাশ করে।
কেন? কারণ এরা শারীরিক কাজ নয়, বরং অবস্থা বা মানসিক অবস্থান বোঝায়।
Examples:
-
English: love, own, know, seem
-
Bangla: ভালোবাসা, মালিকানা, জানা, মনে হওয়া
Sentences:
-
He knows the answer. (সে উত্তর জানে।) → “knows” তথ্য বা অবস্থা বোঝায়।
-
This bag belongs to me. (এই ব্যাগটি আমার অন্তর্ভুক্ত।) → “belongs” মালিকানা বোঝাচ্ছে।
3. Auxiliary/Helping Verbs (সাহায্যকারী ক্রিয়া)
Examples:
-
English: am, is, are, was, were, have, do, will
-
Bangla: হওয়া, থাকা, করা, হবে
Sentences:
-
She is singing. (সে গাইছে।) → “is” সাহায্য করছে মূল ক্রিয়া “singing”-কে।
-
They have finished the work. (তারা কাজটি শেষ করেছে।) → “have” সাহায্য করছে “finished” কে।
4. Modal Verbs (মডাল ক্রিয়া)
Examples:
-
English: can, could, may, might, must, should
-
Bangla: পারা, পারতেন, হতে পারে, অবশ্যই
Sentences:
-
You must obey the rules. (তোমাকে নিয়ম মেনে চলতে হবে।) → “must” বাধ্যবাধকতা দেখায়।
-
She can swim. (সে সাঁতার কাটতে পারে।) → “can” ক্ষমতা দেখায়।
5. Transitive Verbs (সকর্মক ক্রিয়া)
Examples:
-
English: buy, eat, give, send
-
Bangla: কেনা, খাওয়া, দেওয়া, পাঠানো
Sentences:
-
He bought a car. (সে একটি গাড়ি কিনেছে।) → “bought” কাজটি “car” এর উপর হয়েছে।
-
She sent a letter. (সে একটি চিঠি পাঠিয়েছে।) → “sent” কাজটি “letter” এর উপর হয়েছে।
6. Intransitive Verbs (অকর্মক ক্রিয়া)
Examples:
-
English: sleep, laugh, go, die
-
Bangla: ঘুমানো, হাসা, যাওয়া, মারা যাওয়া
Sentences:
-
The baby slept. (বাচ্চাটি ঘুমিয়েছে।) → “slept” কাজটি কর্তা নিজেই করছে, কোনো object নেই।
-
They laughed. (তারা হেসেছে।) → “laughed” কাজটি কর্তার উপর সীমাবদ্ধ।
7. Phrasal Verbs (ফ্রেজাল ক্রিয়া)
Examples:
-
English: give up, look after, turn off, put on
-
Bangla: ত্যাগ করা, দেখাশোনা করা, বন্ধ করা, পরা
Sentences:
-
He gave up smoking. (সে ধূমপান ত্যাগ করেছে।) → “gave up” = “ত্যাগ করা” নতুন অর্থ।
-
Please turn off the light. (দয়া করে আলো বন্ধ করুন।) → “turn off” = “বন্ধ করা”।
8. Linking Verbs (সম্পর্কসূচক ক্রিয়া)
Examples:
-
English: am, is, are, was, were, become, seem
-
Bangla: হওয়া, হয়েছে, মনে হওয়া, হওয়া হয়েছে
Sentences:
-
She is a teacher. (সে একজন শিক্ষক।) → “is” কর্তা এবং কর্তার পরিচয় যুক্ত করছে।
-
They became friends. (তারা বন্ধু হয়ে গেল।) → “became” অবস্থা পরিবর্তন দেখাচ্ছে।
Object (বিধেয়)
Sentence এ direct object হলো সেই person or thing যেটা verb এর action directly পায়। জানতে চাইলে verb এর পরে জিজ্ঞেস করো, "What?" or "Whom?"
উদাহরণ:
-
“She reads a book.” → What does she read? A book (direct object)
-
“I saw him yesterday.” → Whom did I see? Him (direct object)
-
“They built a house.” → What did they build? A house (direct object)
আর indirect object হলো সেই person or thing যাকে direct object পাওয়া হয় বা যাকে কাজের জন্য কিছু দেয়া হয়। জানতে চাইলে জিজ্ঞেস করো, "To whom?" or "For whom?"
উদাহরণ:
-
“She gave him a gift.” → To whom did she give a gift? Him (indirect object)
-
“I wrote her a letter.” → For whom did I write a letter? Her (indirect object)
-
“He sent them some money.” → To whom did he send money? Them (indirect object)
This is why direct object কাজের main target আর indirect object কাজের লাভবান বা receiver।
SSC English
-
HSC English
-
Admission Test English
-
Job Exam English
-
English Grammar
-
Sentence Structure
-
English Practice
-
English for Exams
-
English Sentence Patterns
-
English Learning