Post Top Ad

Saturday, November 22, 2025

জীববিজ্ঞান ২য়পত্র অধ্যায় - ৭: মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা | Path Abdur Rahman Prince

 

জীববিজ্ঞান ২য়পত্র

অধ্যায় - ৭: মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা


১. হিউমেরাসের পশ্চাত্তের উত্তল অংশ কোনটি?

      ক) ট্রকলিয়া                        খ) করনয়েড

      গ) ক্যাপিচুলাম                    ঘ) ওলিক্রেনন ফসা

  সঠিক উত্তর: (গ)

২.সুস্পষ্ট হ্যাভারসিয়ান তন্ত্র যুক্ত অস্থি কোনটি?

 ক) ফিমার ও ফিবুলা খ) রেডিয়াস ও আলনা

 গ) হিউমেরাস ও রেডিয়াস ঘ) ফিমার ও হিউমেরাস

 সঠিক উত্তর: (ঘ)

৩.কোন অঙ্গের পেশিসমূহ দেহের সঞ্চলনে শক্তিশালী ভূমিকা রাখে?

 ক) হাঁটু খ) উরু গ) পায়ের তলা ঘ) ঘাড়

 সঠিক উত্তর: (খ)

৪.বায়োলজিক্যাল মটর নামে পরিচিত কোষগুচ্ছটি-

i. ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভুত

ii. সুতার ন্যায় তন্তু দ্বারা গঠিত

iii. সংকোচন ও প্রসারণক্ষম

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii খ) i ও iii

 গ) ii ও iii ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ক)

৫.কঙ্কালপেশির অভ্যন্তরের সাইটোপ্লাজমকে কী বলা হয়?

 ক) সারকোমিয়ার খ) সাকোলেমা

 গ) পেরিমাইসিয়াম ঘ) সারকোপ্লাজম

 সঠিক উত্তর: (ঘ)

৬.মানুষের হৃৎপিন্ডে কয়টি পুচ্ছদেশীয় কশেরুকা থাকে?

 ক) ৪ খ) ৫ গ) ৭ ঘ) ১২

 সঠিক উত্তর: (ক)

৭.ম্যাট্রিক্সের গঠন প্রকৃতি অনুসারে তরুণাস্থি কত প্রকার?

 ক) দুই খ) তিন

 গ) চার ঘ) পাঁচ

 সঠিক উত্তর: (গ)

 

৮.

স্পঞ্জি অস্থির ম্যাট্রিক্সে কোন উপাদানের পরিমাণ কম থাকে?

 ক) 

পটাসিয়াম

 খ) 

ম্যাগনেসিয়াম

 গ) 

ফসফরাস

 ঘ) 

ক্যালসিয়াম

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৯.

হৃৎপিন্ডের পেশিকলাকে কী বলা হয়?

 ক) 

এপিকার্ডিয়াম

 খ) 

পেরিকার্ডিয়াম

 গ) 

মায়োকার্ডিয়াম

 ঘ) 

এন্ডোকার্ডিয়াম

 

  সঠিক উত্তর: (গ)

 

১০.

কোন ধরনের কশেরুকার সেন্ট্রাম বড় ও বৃক্ক আকৃতির হয়ে থাকে?

 ক) 

সারভাইকাল কশেরুকা

 খ) 

থোরিসক কশেরুকা

 গ) 

লাম্বার কশেরুকা

 ঘ) 

স্যাক্রাল কশেরুকা

 

  সঠিক উত্তর: (গ)

 

১১.

অস্থি মচকানোর ব্যথা কমাতে কী ধরনের ঔষধ সেবন করা উচিত?

 ক) 

স্টেরয়ডাল

 খ) 

ননস্টেরয়ডাল

 গ) 

অ্যান্টিবায়োটিক

 ঘ) 

টিটেনাস

 

  সঠিক উত্তর: (খ)

 

১২.

মেরুদন্ডের কাজ হলো -

i. সুষুম্না কান্ড ও সুষুম্না স্নায়ুমূলকে বেষ্টন ও রক্ষা করা

ii. মাথাকে অবলম্বন দেওয়া ও পিভট এর মতো কাজ করা

iii. পর্শুকা সংযোগ ক্ষেত্র সৃষ্টি করে দেহের অক্ষরূপে কাজ করা

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ঘ)

 

১৩.

কঙ্কালতন্ত্রের যেসব অঙ্গসমূহকে রক্ষণাবেক্ষণ করে সেগুলো হলো-

i. মস্তিস্ক ও হৃৎপিন্ড

ii. হৃৎপিন্ড ও ফুসফুস

iii. ফুসফুস ও যকৃত

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ঘ)

 

১৪.

সর্বমোট কতটি অস্থির সমন্বয়ে মুখমন্ডল গঠিত?

 ক) 

১২টি

 খ) 

১৪টি

 গ) 

১৬টি

 ঘ) 

২২টি

 

  সঠিক উত্তর: (খ)

 

১৫.

হাতের তালুর অস্থিসমূহকে কী বলে?

 ক) 

কার্পাল

 খ) 

মেটাকার্পাল

 গ) 

টার্সাল

 ঘ) 

মেটাটার্সাল

 

  সঠিক উত্তর: (খ)

 

১৬.

মসৃণ পেশি পাওয়া যায়-

i. রক্ত সংবহনতন্ত্রের নালিতে

ii. শ্বাসনালিতে

iii. পরিপাকনালিতে

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ঘ)

 

১৭.

কী দ্বারা পেশি অস্থির সাথে যুক্ত থাকে?

 ক) 

টেন্ডন

 খ) 

লিগামেন্ট

 গ) 

তরুণাস্থি

 ঘ) 

কোমলাস্থি

 

  সঠিক উত্তর: (ক)

 

১৮.

করেোটি মোট কতটি অস্থি নিয়ে গঠিত?

 ক) 

১১

 খ) 

২২

 গ) 

৩৩

 ঘ) 

৪৪

 

  সঠিক উত্তর: (খ)

 

১৯.

কোন অস্থিভঙ্গে একাধিক হাড় - এর টুকরা চামড়া ভেদ করে বেরিয়ে আসে?

 ক) 

সাধারণ অস্থিভঙ্গ

 খ) 

যৌগিক অস্থিভঙ্গ

 গ) 

জটিল অস্থিভঙ্গ

 ঘ) 

উন্মুক্ত অস্থিভঙ্গ

 

  সঠিক উত্তর: (গ)

 

২০.

কোনটি করতলের অস্থি?

 ক) 

কার্পাল

 খ) 

মেটাকার্পাল

 গ) 

আলনা

 ঘ) 

ফ্যালাংক্স

 

  সঠিক উত্তর: (খ)

 

২১.

পদকে ডানে বা বামে ঘুরানোর পর পূর্বাস্থায় ফিরায়-

i. ডেল্টয়েড পেশি

ii. ল্যাটিসিয়াম পেশি

iii. অ্যাডাকটর পেশি

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (গ)

 

২২.

চলনে পদকে ডানে বা বামে সরায় কোন পেশি?

 ক) 

ফ্লেক্সর

 খ) 

এক্সটেনসর

 গ) 

ল্যাটিসিয়াম

 ঘ) 

ডেল্টয়েড

 

  সঠিক উত্তর: (ঘ)

 

২৩.

কোন তরুণাষ্তিটি ঘর্ষণ ও তাপজনিত আঘাত সহ্য করতে সক্ষম?

 ক) 

হায়ালিন

 খ) 

পীত তন্তুময়

 গ) 

শ্বেত তন্তুময়

 ঘ) 

ক্যালসিফাইড

 

  সঠিক উত্তর: (ঘ)

 

২৪.

মানবদেহে পর্শূকার সংখ্যা কত?

 ক) 

১১টি

 খ) 

১১ জোড়া

 গ) 

১২টি

 ঘ) 

১২ জোড়া

 

  সঠিক উত্তর: (ঘ)

 

২৫.

কোন পেশির সংকোচনে হাঁটুসন্ধির প্রসারণ ঘটে?

 ক) 

সেমিমেম্ব্রোনোসাস

 খ) 

ভ্যাসটাস ল্যাটারালিস

 গ) 

সেমিটেন্ডিনোসাস

 ঘ) 

গ্যাস্ট্রোকনেমিয়াস

 

  সঠিক উত্তর: (খ)

 

২৬.

মুখমন্ডলের অন্তর্গত কোন অস্থিটি বাঁকা?

 ক) 

ন্যাসাল

 খ) 

ন্যাসাল কঙ্কা

 গ) 

জাইগোম্যাটিক

 ঘ) 

ল্যাক্রিমাল

 

  সঠিক উত্তর: (খ)

 

২৭.

অঙ্গ মচকানোর ক্ষেত্রে স্থানচ্যুতি হয়?

 ক) 

টেনডন

 খ) 

পেশি

 গ) 

টিস্যু

 ঘ) 

অঙ্গুলী

 

  সঠিক উত্তর: (ক)

 

২৮.

দ্বিতীয় শ্রেণি লিভারের সঠিক উদাহরণ কোনটি?

 ক) 

ঠেলাগাড়ি

 খ) 

মোটর সাইকেল

 গ) 

প্রাইভেটকার

 ঘ) 

কাঁচি

 

  সঠিক উত্তর: (ক)

 

২৯.

বক্ষ পিঞ্জরের আকৃতি কেমন?

 ক) 

ব্যারেলের ন্যায়

 খ) 

প্লেটের ন্যায়

 গ) 

চামুচের ন্যায়

 ঘ) 

মুগুরের ন্যায়

 

  সঠিক উত্তর: (খ)

 

৩০.

পেশি কোষের আবরণীকে কী বলা হয়?

 ক) 

পেশি তন্তু

 খ) 

মায়োব্লাস্ট

 গ) 

সারকোলেমা

 ঘ) 

মায়োফাইব্রিল

 

  সঠিক উত্তর: (গ)

 

৩১.

মানুষের দেহে কয়টি পর্শুকা থাকে?

 ক) 

১২

 খ) 

২০

 গ) 

২৪

 ঘ) 

৩০

 

  সঠিক উত্তর: (গ)

 

৩২.

মেরুদন্ডের কশেরুকাসমূহ হলো-

i. সারভাইক্যাল ও থোরাসিক

ii. স্ক্যাপুলা ও প্যালাটাইন

iii. স্যাক্রাল ও কক্সিজিয়াল

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (খ)

 

৩৩.

অস্থিচ্যুতির প্রাথমিক চিকিৎসা কোনটি?

 ক) 

নড়াচড়ার মাধ্যমে অস্থিকে পূর্বের অবস্থায় নেওয়া

 খ) 

বাঁশের চটি বাধা

 গ) 

উঁচু স্থানে রাখা

 ঘ) 

গরম সেক দেওয়া

 

  সঠিক উত্তর: (খ)

 

৩৪.

দেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন প্রকৃতির?

 ক) 

তন্তুময়

 খ) 

তরুণাস্থিময়

 গ) 

ফাইব্রাস

 ঘ) 

সাইনোভিয়াল

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৩৫.

স্টার্নামের ঊর্ধ্বাংশে থাকে-

i. ১টি সুপ্রাস্টারনাল নচ

ii. ১টি ক্লাভিকুলার নচ

iii. ১৪টি পর্শুকা খাঁজ

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (খ)

 

৩৬.

সাধারণ অস্থিভঙ্গ কত সপ্তাহের মধ্যে সেরে যায়?

 ক) 

 খ) 

 গ) 

 ঘ) 

১০

 

  সঠিক উত্তর: (গ)

 

৩৭.

কঙ্কাল পেশি বলা হয় কোনটিকে?

 ক) 

অনৈচ্ছিক পেশি

 খ) 

ঐচ্ছিক পেশি

 গ) 

মসৃণ পেশি

 ঘ) 

কার্ডিয়াক পেশি

 

  সঠিক উত্তর: (খ)

 

৩৮.

নিরেট অস্থির বৈশিষ্ট্য হলো-

i. এটি অত্যন্ত নরম

ii. এর গঠনমূলক হলো একক হ্যাভারসিয়ানতন্ত্র

iii. এতে ভকম্যানের নালি বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ক)

 

৩৯.

অস্থি ও তরুণাস্থি কোন ধরনের টিস্যু?

 ক) 

আবরণী টিস্যু

 খ) 

রূপান্তরিত আবরণী টিস্যু

 গ) 

যোজক টিস্যু

 ঘ) 

রূপান্তরিত যোজক টিস্যু

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৪০.

ভোমার অস্থির আকৃতি কীরূপ?

 ক) 

ক্রিমোণাকৃতি

 খ) 

চতুষ্কোণাকৃতি

 গ) 

পঞ্চভুজাকৃতি

 ঘ) 

ষড়ভুজাকৃতি

 

  সঠিক উত্তর: (খ)

 

৪১.

বক্ষপিঞ্জর-

i. হৃৎপিন্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে

ii. ফুসফুসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে

iii. বৃক্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ক)

 

৪২.

নিচের কোন অস্থিটি স্পঞ্জের ন্যায়?

 ক) 

ফ্রন্টাল

 খ) 

টেম্পোরাল

 গ) 

এথময়েড

 ঘ) 

স্ফিনয়েড

 

  সঠিক উত্তর: (গ)

 

৪৩.

সাধারণত অস্থিভঙ্গের ক্ষেত্রে ফ্রাকচার নির্ণয় করতে কোন প্যাথলজিকাল পরীক্ষা করা হয়?

 ক) 

সিটিস্ক্যান

 খ) 

এমআরআই

 গ) 

এক্স-রে

 ঘ) 

বোন স্ক্যান

 

  সঠিক উত্তর: (গ)

 

৪৪.

বিভিন্ন অঙ্গের চাপ ও টান প্রতিরোধ ছাড়াও তরুণাস্থি-

i. বিভিন্ন অঙ্গের আকৃতি প্রদান করে

ii. অস্থির প্রান্তভাগকে ঘর্ষণ থেকে রক্ষা করে

iii. দেহের কাঠামো গঠন করে

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ক)

 

৪৫.

নিম্নলিখিত কারণে অস্থিভঙ্গ অবস্থার সৃষ্টি হয় -

i. প্রচন্ড শক্তি, চাপ ও ওয়াটিওপেটরোসিস

ii. অস্টিওপোরোসিস ও ওলটিওমালাসিয়া

iii. অস্থি ক্যান্সার, টিউমার, আর্থ্রাইটিস

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৪৬.

তরুণাস্থি কী আবরণী দ্বারা আবৃত থাকে?

 ক) 

পেরিঅস্ট্রিয়াম

 খ) 

পেরিকন্ড্রিয়াম

 গ) 

পেরিকার্ডিয়াম

 ঘ) 

মায়োকার্ডিয়াম

 

  সঠিক উত্তর: (খ)

 

৪৭.

যে অস্থিসন্ধিকে কেন্দ্র করে লিভারের কাজ কর্ম পরিচালিত হয় তাকে কী বলে?

 ক) 

লিভার বাহু

 খ) 

পিভট

 গ) 

ভার

 ঘ) 

ওজন

 

  সঠিক উত্তর: (খ)

 

৪৮.

নিম্নোক্ত রোগীদের হাড় ভাঙার প্রবণতা বেড়ে যায় -

i. যক্ষ্মা রোগী ও খাদ্যনালির রোগী

ii. যক্ষ্মা রোগী ও লিভারের রোগী

iii. খাদ্যনালি ও জরায়ুর অপারেশনকৃত রোগী

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৪৯.

ইন্টারক্যালেটেড ডিস্ক নামক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পেশিটি-

i. কয়েকশ নিউক্লিয়াস নিয়ে গঠিত

ii. একটি কোষ দ্বারা গঠিত

iii. আড়াআড়ি দাগযুক্ত

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (গ)

 

৫০.

মানব কঙ্কালতন্ত্র কোন ধরনের কলা দ্বারা গঠিত?

 ক) 

আবরণী কলা

 খ) 

যোজক কলা

 গ) 

পেশি কলা

 ঘ) 

স্নায়ুকলা

 

  সঠিক উত্তর: (খ)

 

৫১.

মচকানো দেহের কোন অংশে বেশি ঘটে?

 ক) 

কাঁধ

 খ) 

পিঠ

 গ) 

নিতম্ব

 ঘ) 

গোড়ালি

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৫২.

কোন টিস্যুর কোষগুলোকে মূলত পেশিতন্তু বলে আখ্যায়িত করা হয়?

 ক) 

অনৈচ্ছিক পেশি

 খ) 

মসৃণ পেশি

 গ) 

ঐচ্ছিক পেশি

 ঘ) 

কার্ডিয়াক পেশি

 

  সঠিক উত্তর: (গ)

 

৫৩.

করোটি কয়টি অস্থি নিয়ে গঠিত?

 ক) 

১৪

 খ) 

২০

 গ) 

২৯

 ঘ) 

৩২

 

  সঠিক উত্তর: (গ)

 

৫৪.

প্রথম কাশেরুকাকে কী বলা হয়?

 ক) 

অ্যাটলাস

 খ) 

অ্যাক্সিস

 গ) 

ভার্টিব্রা প্রমিনেন্স

 ঘ) 

থোরাসিক

 

  সঠিক উত্তর: (ক)

 

৫৫.

নিরেট অস্থির কোন অংশে অস্থিকোষ অবস্থান করে?

 ক) 

ক্যানালিকুলি

 খ) 

ল্যাকুনা

 গ) 

ভকম্যানস নালি

 ঘ) 

ল্যামেলি

 

  সঠিক উত্তর: (খ)

 

৫৬.

দেহের সবচেয়ে লম্বা অস্থি কোনটি?

 ক) 

হিউমেরাস

 খ) 

ফিমার

 গ) 

রেডিয়াস

 ঘ) 

ফ্যালাঞ্জেস

 

  সঠিক উত্তর: (খ)

 

৫৭.

কোন পর্শুকা মাংসপেশিতে উন্মুক্ত থাকে?

 ক) 

১ম ও ২য় পর্শুকা

 খ) 

৩য় ও ৪র্থ পর্শুকা

 গ) 

৫ম ও ৬ষ্ঠ পর্শুকা

 ঘ) 

১১শ ও ১২শ পর্শুকা

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৫৮.

হৃদপেশি তন্তু কয়টি কোষ দ্বারা গঠিত?

 ক) 

এক

 খ) 

তিন

 গ) 

পাঁচ

 ঘ) 

সাত

 

  সঠিক উত্তর: (ক)

 

৫৯.

কন্ডাইলার সন্ধির উদাহরণ নিচের কোনটি?

 ক) 

কনুইয়ের সন্ধি

 খ) 

স্কন্ধসন্ধি

 গ) 

হাঁটু সন্ধি

 ঘ) 

ঊরুসন্ধি

 

  সঠিক উত্তর: (গ)

 

৬০.

মেরুদন্ডের একক অস্থিখন্ড কী?

 ক) 

নিউরাল নালি

 খ) 

কশেরুকা

 গ) 

স্পাইনাল

 ঘ) 

মেরুরজ্জু

 

  সঠিক উত্তর: (খ)

 

৬১.

যৌগিক হাড় ভাঙার লক্ষণ হলো -

i. হাড় ভেঙে টিস্যু ও চামড়া বেরিয়ে আসা

ii. যন্ত্রণাময় ক্ষত সৃষ্টি হওয়া

iii. প্রচুর রক্তপাত হওয়া

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৬২.

যেসব প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে পেশিটান বজায় থাকে সেগুলো হলো-

i. স্ট্রেচরিফ্লেক্স

ii. সংশোধন রিফ্লেক্স

iii. গ্যাস্প রিফ্লেক্স

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৬৩.

গ্লিনয়েড গহবর কোথায় থাকে?

 ক) 

হাতে

 খ) 

পায়ে

 গ) 

বক্ষ অস্থিচক্রে

 ঘ) 

শ্রেণিচক্রে

 

  সঠিক উত্তর: (গ)

 

৬৪.

মানুষের পায়ে কয়টি ফ্যালাঞ্জেস থাকে?

 ক) 

 খ) 

১০

 গ) 

১৪

 ঘ) 

২০

 

  সঠিক উত্তর: (গ)

 

৬৫.

হাড়ের স্থানচ্যুতির প্রথম ও প্রধান লক্ষণ কোনটি?

 ক) 

স্থানচ্যুত হাড় ব্যবহার করা অসম্ভব হয়

 খ) 

হাত ও পায়ের সঞ্চালন বদ্ধ হয়

 গ) 

সংশ্লিষ্ট স্থানে বিভিন্ন মাত্রার কালো শিরা সৃষ্টি হয়

 ঘ) 

পেশি শক্ত হয়ে যায়

 

  সঠিক উত্তর: (ক)

 

৬৬.

হাঁটুর উপরের অস্থি কোনটি?

 ক) 

হিউমেরাস

 খ) 

ফিমার

 গ) 

রেডিয়াস

 ঘ) 

টিবিয়া

 

  সঠিক উত্তর: (খ)

 

৬৭.

কশেরুকার মূল দেহ কোনটি?

 ক) 

সেন্ট্রাম

 খ) 

নিউরাল নালি

 গ) 

নিউরাল আর্চ

 ঘ) 

ট্রান্সভার্স প্রসেস

 

  সঠিক উত্তর: (ক)

 

৬৮.

নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্রস্থল?

 ক) 

সুষুম্নাকান্ড

 খ) 

করোটি

 গ) 

স্ফিনয়েড

 ঘ) 

ল্যাক্রিমাল

 

  সঠিক উত্তর: (ক)

 

৬৯.

স্যাক্রাল কশেরুকাসমূহ মিলিত হয়ে পরিণত বয়সে কী গঠন করে?

 ক) 

লাম্বার

 খ) 

স্যাক্রাম

 গ) 

কক্সিস

 ঘ) 

অ্যাপেক্স

 

  সঠিক উত্তর: (খ)

 

৭০.

অস্থির স্থানচ্যুতির লক্ষণ হলো এতে-

i. নড়াচড়া করার ক্ষমতা লোপ পায়

ii. অস্থিসন্ধি স্থায়ীভাবে অবশ হয়ে যায়

iii. ব্যথা অনুভূত হয়

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (খ)

 

৭১.

কশেরুকার বৃহত্তম অংশ কোনটি?

 ক) 

সেন্ট্রাম

 খ) 

ল্যামিনা

 গ) 

আটিকুলার প্রসেস

 ঘ) 

স্পাইনাস প্রসেস

 

  সঠিক উত্তর: (ক)

 

৭২.

মানুষের হাতে মোট কয়টি অস্থি থাকে?

 ক) 

৩৬

 খ) 

৪০

 গ) 

৪৫

 ঘ) 

৬০

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৭৩.

কোন পেশিকে এক্সটেন্সর বলা হয়?

 ক) 

বাইসেপস

 খ) 

ট্রাইসেপস

 গ) 

কোয়াড্রিসেপস

 ঘ) 

গ্লুটিয়াস

 

  সঠিক উত্তর: (খ)

 

৭৪.

হ্যামস্ট্রিং পেশি শ্রেণিচক্রের কোন অংশে উৎপন্ন হয়?

 ক) 

ইশ্চিয়াম

 খ) 

ইলিয়াম

 গ) 

পিউবিস

 ঘ) 

সবগুলো

 

  সঠিক উত্তর: (ক)

 

৭৫.

কোন ধরনের কশেরুকা ট্রান্সভার্স ফোরামেন নামক ছিদ্র বহন করে?

 ক) 

সারভাইকাল কশেরুকা

 খ) 

থোরাসিক কশেরুকা

 গ) 

লাম্বার কশেরুকা

 ঘ) 

স্যাক্রাল কশেরুকা

 

  সঠিক উত্তর: (ক)

 

৭৬.

মুখমন্ডলীয় অস্থি সংখ্যা কত?

 ক) 

 খ) 

১৪

 গ) 

২০

 ঘ) 

২২

 

  সঠিক উত্তর: (খ)

 

৭৭.

কোনটিতে হৃৎপেশি পাওয়া যায়?

 ক) 

শ্বাসনালির প্রাচীর

 খ) 

পৌষ্টিকনালির প্রাচীর

 গ) 

জরায়ুর প্রাচীর

 ঘ) 

হৃৎপিন্ডের প্রাচীর

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৭৮.

উরুর পিরিফর্মিশ পেশী ফিমারকে ঘুরায়। এদেরকে বলে -

 ক) 

রোটেটর পেশী

 খ) 

অ্যাবডাক্টর পেশী

 গ) 

অ্যাডাকটর পেশী

 ঘ) 

ফ্লেক্সন পেশী

 

  সঠিক উত্তর: (ক)

 

৭৯.

ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিসের সংযোগ স্থলজ অগভীর ছিদ্র কোনটি?

 ক) 

টিউবারোসিটি

 খ) 

র‌্যামাস

 গ) 

অবডুরেটর ছিদ্র

 ঘ) 

অ্যাসিটাবুলাম

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৮০.

নিচের কোন অস্থিটি শ্রেণিচক্র গঠন করে?

 ক) 

অক্সিপিটাল

 খ) 

স্ফিনয়েড

 গ) 

এথময়েড

 ঘ) 

ইনোমিনেট

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৮১.

পায়ের পাতা গঠনকারী অস্থিকে কী বলা হয়?

 ক) 

কার্পাল

 খ) 

মেটাকার্পাল

 গ) 

টার্সাল

 ঘ) 

মেটাটার্সাল

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৮২.

মানবদেহে অস্থির সংখ্যা কতটি?

 ক) 

১০২

 খ) 

১০৬

 গ) 

২০৪

 ঘ) 

২০৬

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৮৩.

দেহের সবচেয়ে দীর্ঘ ও মজবুত অস্থি কোনটি?

 ক) 

হিউমেরাস

 খ) 

ফিমার

 গ) 

টিবিয়া

 ঘ) 

আলনা

 

  সঠিক উত্তর: (খ)

 

৮৪.

হৃদপেশিতে নিউক্লিয়াসের সংখ্যা কত?

 ক) 

এক

 খ) 

দুই

 গ) 

তিন

 ঘ) 

চার

 

  সঠিক উত্তর: (ক)

 

৮৫.

নিচের কোনটি অক্ষীয় কঙ্কালে অনুপস্থিত?

 ক) 

ফিমার

 খ) 

করোটি

 গ) 

মেরুদন্ড

 ঘ) 

বক্ষপিঞ্জর

 

  সঠিক উত্তর: (ক)

 

৮৬.

একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কঙ্কাল পেশিটি-

i. রক্ত সঞ্চালনে সহায়তা করে

ii. অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চলনে সহায়তা করে

iii. দেহের আকৃতি প্রদান করে

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (গ)

 

৮৭.

কঙ্কাল পেশির গুরুত্বপূর্ণ প্রোটিন হলো -

 ক) 

অ্যালবুমিন

 খ) 

প্রোলিন

 গ) 

গ্লোবিউলিন

 ঘ) 

মায়োসিন

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৮৮.

বেশিরভাগ ক্ষেত্রে যেসব অঙ্গাণুর স্থানচ্যুতি ঘটে সেগুলো হলো-

i. স্কন্ধ ও অঙ্গুলী

ii. অঙ্গুলী ও তালু

iii. কনুই ও ঊরু

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ক)

 

৮৯.

মানব মস্তিষ্কে আবৃতকারী করোটি-

i. ৫টি অস্থির সমন্বয়ে গঠিত

ii. খাঁজকাটা কিনারা যুক্ত

iii. চ্যাপ্টা অস্থির সমন্বয়ে গঠিত

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (গ)

 

৯০.

কোনটি অগ্রবাহুর অস্থি?

 ক) 

ফিমার

 খ) 

ইলিয়াম

 গ) 

হিউমেরাস

 ঘ) 

টারসাল

 

  সঠিক উত্তর: (গ)

 

৯১.

কোনটি ছিড়ে গেলে অস্থির স্থানচ্যুতি ঘটে?

 ক) 

পেশি

 খ) 

লিগামেন্ট

 গ) 

অস্টিওসাইট

 ঘ) 

কনড্রোসাইট

 

  সঠিক উত্তর: (খ)

 

৯২.

অ্যাটলাস -

i. আংটির মতো কশেরুকা

ii. এর নিউরাল ছিদ্র অনেক বড়

iii. সেন্ট্রাম ও নিউরাল স্পাইনবিহীন

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

ii ও iii

 গ) 

i ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (ক)

 

৯৩.

নিরেট অস্থির গঠনমূলক একক কোনটি?

 ক) 

নিউরাল ক্যানাল

 খ) 

হ্যাভারসিয়ান তন্ত্র

 গ) 

অ্যালবিউময়েড

 ঘ) 

ক্যানালিকুলি

 

  সঠিক উত্তর: (খ)

 

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

আমাদের দেহে একটি সম্পূর্ণ প্রতিবর্ত ক্রিয়া সংঘটিত হয় যার কেন্দ্রস্থল হলো সুষুম্নাকান্ড। এ ক্রিয়ার ফলে পেশির অসাড়তা আসে না।

৯৪.

এ ক্রিয়াটি নিচের কোন কাজে সহায়তা করে?

 ক) 

রক্ত চলাচলে

 খ) 

খাদ্য পরিপাকে

 গ) 

শ্বসন ক্রিয়ায়

 ঘ) 

পেশির সংকোচনে

 

  সঠিক উত্তর: (ঘ)

 

৯৫.

উদ্দীপকের ক্রিয়াটি কতকগুলো প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে বজায় থাকে। যার মধ্যে রয়েছে-

i. স্ট্রেচরিফ্লেক্স

ii. সংশোধন রিফ্লেক্স

iii. গ্রাস্প রিফ্লেক্স

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

 

  সঠিক উত্তর: (খ)   প্রতিবার অনুশীলনের সময় অনলাইন ঢাকা গাইড আপনাকে দিচ্ছে ভিন্ন ভিন্ন প্রশ্ন। সুতরাং যতবার খুশি ভিন্ন ভিন্ন প্রশ্নে অনুশীলন করুন।

 

 

Post Top Ad