জীববিজ্ঞান
২য়পত্র
অধ্যায়
- ৬: মানব শারীরতত্ত্ব: বর্জ্য ও নিষ্কাশন
১. ডিস্টাল প্যাঁচানো নালিকার ব্যাস কত?
ক) 20.50μ খ) 21.50μ
গ) 22.50μ ঘ) 23.50μ
সঠিক উত্তর: (ক)
২. কোনটি বৃক্কের বহি:স্তরে গ্লোমেরুলাসের সন্নিকটে
অবস্থিত?
ক) হেনলির লুপ
খ) পক্সিমাল প্যাঁচানো নালিকা
গ) ডিস্টাল প্যাঁচানো নালিকা
ঘ) সংগ্রাহক নালিকা
সঠিক উত্তর: (খ)
৩.
নিরপেক্ষ pH কোনটি?
ক)
7.5
খ)
7.0
গ)
6.5
ঘ)
6.0
সঠিক উত্তর: (খ)
৪.
বৃক্ক নালিকার ব্যস কত?
ক)
৪০ মাইক্রন
খ)
৫০ মাইক্রন
গ)
৬০ মাইক্রন
ঘ)
৭০ মাইক্রন
সঠিক উত্তর: (গ)
৫.
বৃক্কের অবতল অংশের ভাঁজটিকে কী বলা হয়?
ক)
কর্টেক্স
খ)
হাইলাস
গ)
মেডুলা
ঘ)
ক্যালিক্স
সঠিক উত্তর: (গ)
৬.
কোন হরমোনটি দেহতরলে Na+ এর পরিমান নিয়ন্ত্রণ করে?
ক)
অ্যালডোস্টেরন
খ)
লটিনাইজিং
গ)
ইনসুলিন
ঘ)
অ্যাডরেনাল
সঠিক উত্তর: (ক)
৭.
ইউরিয়া তৈরি করে কোনটি?
ক)
ক্রেবস চক্র
খ)
নাইট্রোজেন চক্র
গ)
অরনিথিন চক্র
ঘ)
কোনোটাই নয়
সঠিক উত্তর: (গ)
৮.
বৃক্ক দেহের-
i. মাস্টার কেমিস্ট হিসেবে কাজ করে
ii. পানিসাম্যতা রক্ষায় অক্ষম
iii. ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯.
মূত্রের উপাদানে-
i. ৯০% পানি উপস্থিতি থাকে
ii. হাইড্রোজেন ও অক্সিজেন থাকে
iii. ইউরিয়া, অ্যামোনিয়া ও নানা প্রকার বিপাকীয়
বস্তু থাকে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০.
গ্রীষ্মের উত্তাপে অ্যালডোস্টেরনের ক্ষরণ বৃদ্ধি
পেলে-
i. অত্যাধিক ঘাম ক্ষরণকালে Na এর পরিমাণ হ্রাস পায়
ii. CI এর পরিমাণ বৃদ্ধি পায়
iii. Na ও CI এর অতিরিক্ত অপচয় নিবারণের চেষ্টা
চলতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১.
কোন ধরনের মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে সংযোজন
করা যায়?
ক)
ফিজিক্যাল ডেথ
খ)
ব্রেন ডেথ
গ)
ফুল ডেথ
ঘ)
ক্লিনিক্যাল ডেথ
সঠিক উত্তর: (খ)
১২.
কর্টেক্স অভ্যন্তরের আকৃতি -
ক)
শস্য দানাময়
খ)
গোলাকার
গ)
নলাকার
ঘ)
লম্বাকার
সঠিক উত্তর: (ক)
১৩.
বৃক্কের হাইলাস অংশে কোনটি যুক্ত থাকে?
ক)
ইউরেটার স্নায়ু
খ)
গবিনী
গ)
মেডুলা
ঘ)
কর্টেক্স
সঠিক উত্তর: (খ)
১৪.
বৃক্কের অংশ নয় কোনটি?
ক)
রেনাল ক্যাপসুল
খ)
অ্যাড্রিনাল গ্রন্থি
গ)
হাইলাম
ঘ)
রেনাল পেলভিস
সঠিক উত্তর: (গ)
১৫.
দেহ গঠন ও বৃদ্ধির কাজে কী ব্যবহৃত হয়?
ক)
কার্বনিক এসিড
খ)
সালফিউরিক এসিড
গ)
অ্যামিনো এসিড
ঘ)
হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তর: (গ)
১৬.
নাইট্রোজেন দ্রব্য রক্তের কোন ধমনি দিয়ে বৃক্কে
প্রবেশ করে?
ক)
মালপিজিয়ান নালি
খ)
রেনল ধমনি
গ)
পালমোনারী ধমনি
ঘ)
ফুসফুসীয় ধমনি
সঠিক উত্তর: (খ)
১৭.
বৃক্কের কাজে ব্যাঘাত ঘটলে কোন রক্তকণিকা তৈরিতে
বাধার সৃষ্টি হয়?
ক)
শ্বেত রক্তকণিকা
খ)
লোহিত রক্তকণিকা
গ)
অণুচক্রিকা
ঘ)
উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৮.
অসমোরেগুলেশনে ভূমিকা রাখে কী?
ক)
বৃক্ক
খ)
ফুসফুস
গ)
যকৃত
ঘ)
হৃৎপিন্ড
সঠিক উত্তর: (ক)
১৯.
মূত্র ত্যাগের ইচ্ছা জাগে -
i. ইউরেটার থেকে মূত্র এসে মূত্রথলিতে জমা হলে
ii. মূত্র ইউরেটারে জমা হলে
iii. মূত্রথলি মূত্রে পূর্ণ থাকলে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০.
রক্তে পানির পরিমাণ কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে
কোন কোষগুলো উত্তেজিত হয়?
ক)
নিউরোসিক্রেশন
খ)
রিসেপ্টর
গ)
অসমোরিসেপ্টর
ঘ)
সংগ্রাহী নালিকা
সঠিক উত্তর: (গ)
২১.
প্যারাটাইল স্তর কী নিয়ে গঠিত?
ক)
ফ্লাজেলাযুক্ত কোষ
খ)
পেডোসাইডযুক্ত কোষ
গ)
আবরণী কোষ
ঘ)
এপিথেলিয়াল কোষ
সঠিক উত্তর: (ঘ)
২২.
ADH হরমোন দেহের কোন অংশ হতে ক্ষরিত হয়?
ক)
বৃক্ক
খ)
অগ্ন্যাশয়
গ)
ডিম্বাশয়
ঘ)
মস্তিষ্ক
সঠিক উত্তর: (ঘ)
২৩.
নেফ্রনের গ্লোমেরুলাস সংলগ্ন স্তরকে কী বলে?
ক)
পোডোসাইট
খ)
ভিসেরাল স্তার
গ)
প্যারাইটাল স্তর
ঘ)
ইয়ারেস্ট স্তর
সঠিক উত্তর: (খ)
২৪.
বৃক্কের মেডুলা অঞ্চলে অনুদৈর্ঘ্যভাবে সাজানো পিরামিডের
ন্যায় অঞ্চলকে কী বলে?
ক)
রেনাল সাইনাস
খ)
রেনাল পিরামিড
গ)
পেলভিস অঞ্চল
ঘ)
প্যাপিলা
সঠিক উত্তর: (খ)
২৫.
ডায়ালাইসিসের সময় রক্তে হেপারিন মেশানো হয় কেন?
ক)
জমাট বাঁধার জন্য
খ)
তরল হওয়ার জন্য
গ)
জমাট ব বাঁধার জন্য
ঘ)
ধমনির জন্য
সঠিক উত্তর: (গ)
২৬.
কোন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেনঘনিত বর্জ্য
সৃষ্টি হয়?
ক)
প্রোটিন
খ)
কার্বোহাইড্রেট
গ)
লিপিড
ঘ)
প্রোটিন ও লিপিড
সঠিক উত্তর: (ক)
২৭.
পানি পুনঃশোধনকে প্রভাবিত করে কোন হরমোন?
ক)
রেনিন
খ)
অ্যানজিওটেনসিন
গ)
অ্যালডোস্টেরন
ঘ)
ADH
সঠিক উত্তর: (গ)
২৮.
রেচনতন্ত্রের অংশ কোনটি?
ক)
অ্যালভিওলি
খ)
ইউরেটর
গ)
হৃদপিন্ড
ঘ)
ম্যানিনজেস
সঠিক উত্তর: (ক)
২৯.
মানুষের বৃক্কের ক্ষেত্রে -
i. বৃক্ক দুটি একই উচ্চতায় অবস্থান করে
ii. বৃক্ক দুটি উদর গহবরে অবস্থান করে
iii. বৃক্ক শিমবীজ আকৃতির
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০.
বৃক্কীয় নালিকাসমূহ -
i. কৈশিক নালিকা সমৃদ্ধ
ii. একটি সংগ্রাহক নালিকার সাথে যুক্ত
iii. অসংখ্য সংগ্রাহক নালিকার সাথে যুক্ত
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১.
মানবদেহে পিউরিন বিপাকের শেষ পরিণতি কী?
ক)
ইউরিয়া
খ)
ইউরিক এসিড
গ)
ক্রিয়েটিন এসিড
ঘ)
নাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)
৩২.
প্রক্সিমলে প্যাঁচানো নালিকা বৃক্কের কোথায় অবস্থিত?
ক)
কর্টেক্স
খ)
মেডুলা
গ)
হিলোম
ঘ)
পেলভিস
সঠিক উত্তর: (ক)
৩৩.
নেফ্রনের কোন অংশে আল্ট্রাফিলট্রেশন হয়?
ক)
গ্লোমেরুলাস
খ)
হেনলির লুপ
গ)
ডিস্টাল প্যাঁচানো নালিকা
ঘ)
মূত্র থলি
সঠিক উত্তর: (ক)
৩৪.
রক্তে প্যারাথাইরয়েড হরমোনের প্রভাবে কোনটির মাত্রা
বাড়ে?
ক)
ম্যাগনেসিয়ামের
খ)
সালফারের
গ)
ফসফেটের
ঘ)
ক্যালসিয়ামের
সঠিক উত্তর: (ঘ)
৩৫.
ক্লড বার্নার্ড কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক)
স্প্যানিশ
খ)
জাপানিজ
গ)
চাইনিজ
ঘ)
ফরাসি
সঠিক উত্তর: (ঘ)
৩৬.
বৃক্ক মানবদেহে কী নিয়ন্ত্রণ করে?
ক)
রক্তচাপ
খ)
ওজন
গ)
কাঠামো
ঘ)
উত্তেজনা
সঠিক উত্তর: (ক)
৩৭.
মানুষের বৃক্কের বৈশিষ্ট্য -
i. বৃক্কের বাইরের অংশকে কর্টেক্স ও ভেতরের অংশকে
মেডুলা বলে
ii. বৃক্কের চারপাশে পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা
আবৃত থাকে
iii. রেনাল পিরামিডের ফাঁকে রেনাল কলাম বিস্তৃত
থাকে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮.
দেহের পানিসাম্য নিয়ন্ত্রণ করে -
i. বৃক্ক
ii. বৃক্কের নেফ্রনের পুনঃশোষণ প্রক্রিয়া
iii. যকৃত
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯.
কোন হরমোনটি ভ্যাসোপ্রোসিন নামে পরিচিত?
ক)
থাইরয়েড হরমোন
খ)
ডাইইউরেটিক হরমোন
গ)
অ্যান্টিডাইইউরেটিক হরমোন
ঘ)
এরিথ্রোপোয়েটিন হরমোন
সঠিক উত্তর: (গ)
৪০.
দেহের পানির আধিক্য হলে রক্তে ADH এর মাত্রার কীরূপ
পরিবর্তন ঘটে?
ক)
সমান থাকে
খ)
কমে যায়
গ)
বেড়ে যায়
ঘ)
অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (খ)
৪১.
বৃক্কের একদিকে উত্তল ও অপরদিকে অবতল। এর অবতল অংশ-
i. হাইলাস নামে পরিচিত
ii. গবিনী যুক্ত থাকে
iii. বৃক্ক ধমনি যুক্ত
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২.
নেফ্রনের বন্ধ ও স্ফীত অংশ বোম্যান্স ক্যাপসুল।
এটি-
i. "U" আকৃতি বিশিষ্ট
ii. দু'স্তর বিশিষ্ট
iii. গ্লোমেরুলাসযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩.
নেফ্রনের কোনটি কর্টেক্সে অবস্থান করে না?
ক)
ডিস্টাল প্যাঁচানো নালিকা
খ)
পক্সিমাল প্যাঁচানো নালিকা
গ)
রেনাল করপাসল
ঘ)
হেনলি’র লুপ
সঠিক উত্তর: (ঘ)
৪৪.
নেফ্রনের হেনলির লুপের দৈর্ঘ্য কত?
ক)
১০ মি. মি.
খ)
১৫ মি. মি.
গ)
২০ মি. মি.
ঘ)
২৫ মি. মি.
সঠিক উত্তর: (গ)
৪৫.
ADH কি নামে পরিচিত?
ক)
ডাইইউরেসিস
খ)
ভ্যাসোপ্রেসিন
গ)
ইউরেসিস
ঘ)
অ্যাক্সন
সঠিক উত্তর: (খ)
৪৬.
মূত্রের নিয়ন্ত্রণে ADH নামক মস্তিষ্কের এক হরমোন-
i. ভ্যাসোপ্রেসিন নামে পরিচিত
ii. রক্তে উচ্চমাত্রায় থাকলে মূত্র ঘন হয়
iii. সম্মুখ পিটুইটারি থেকে রক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭.
নিউক্লিক এসিড বিপাকের ফলে কি সৃষ্টি হয়?
ক)
কার্বোহাইড্রেট
খ)
ইউরিয়া
গ)
অ্যামোনিয়া
ঘ)
ক্রিয়েটেনিন
সঠিক উত্তর: (ক)
৪৮.
রক্তে প্রাথমিক পরিস্রাবণ সম্পন্ন করে কোনটি?
ক)
ফুসফুস
খ)
নেফ্রন
গ)
প্লীহা
ঘ)
যকৃত
সঠিক উত্তর: (খ)
৪৯.
রক্তে উচ্চমাত্রায় কোনটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ
করে দিতে পারে?
ক)
Mg+
খ)
K+
গ)
Fe+
ঘ)
Na+
সঠিক উত্তর: (খ)
৫০.
বৃক্কের একক কী?
ক)
অ্যাক্সন
খ)
ডেনড্রাইট
গ)
মেডুলা
ঘ)
নেফ্রন
সঠিক উত্তর: (ঘ)
৫১.
বৃক্কের প্রাচীরের মেডুলা স্তর কোন বর্ণের হয়?
ক)
লালচে
খ)
বাদামি
গ)
খয়েরী
ঘ)
কালচে
সঠিক উত্তর: (ঘ)
৫২.
কোথায় পোডোসাইট কোষ পাওয়া যায়?
ক)
বোম্যান্স ক্যাপসুল
খ)
হেনলির লুপ
গ)
ডিস্টাল প্যাঁচানো নালিকা
ঘ)
প্রক্সিমাল প্যাঁচানো নালিকা
সঠিক উত্তর: (ক)
৫৩.
বৃক্কের শীর্ষদেশে অবস্থিত কোন গ্রন্থি হতে অ্যালডোস্টেরন
হরমোন ক্ষরিত হয়?
ক)
থাইরয়েড গ্রন্থি
খ)
প্যারাথাইরয়েড গ্রন্থি
গ)
পিটুইটারি গ্রন্থি
ঘ)
অ্যাডরেনাল গ্রন্থি
সঠিক উত্তর: (ঘ)
৫৪.
রক্তে হরমোনের মাত্রা বেড়ে গেলে কোনটি ঘটে?
ক)
ক্যালসিয়াম ক্ষরণ
খ)
ম্যাগনেসিয়ামের ক্ষরণ
গ)
ফসফেটের ক্ষরণ
ঘ)
সালফারের ক্ষরণ
সঠিক উত্তর: (গ)
৫৫.
গ্লোমেরুলাস ঘিরে অবস্থিত পেয়ালার মত অংশকে কি বলে?
ক)
মেডুলা
খ)
বোমান্যাস ক্যাপসুল
গ)
বৃক্কীয় নালিকা
ঘ)
হেনলির লুপ
সঠিক উত্তর: (খ)
৫৬.
মূত্রে পানির পরিমাণ কত ভাগ?
ক)
৮০ ভাগ
খ)
৯০ ভাগ
গ)
৭০ ভাগ
ঘ)
৬০ ভাগ
সঠিক উত্তর: (খ)
৫৭.
কোন রোগের কারণে মূত্রে বিলিরুবিন নির্গত হয়?
ক)
নিউমোনিয়া
খ)
পান্ডুরোগ
গ)
কলেরা
ঘ)
জলাতঙ্ক
সঠিক উত্তর: (খ)
৫৮.
দেহের মাস্টার কেমিস্ট কোনটি?
ক)
বৃক্ক
খ)
যকৃত
গ)
পাকস্থলী
ঘ)
অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (ক)
৫৯.
রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত?
ক)
6.4
খ)
6.0
গ)
7.0
ঘ)
7.4
সঠিক উত্তর: (ঘ)
৬০.
বৃক্ক কী দ্বারা গঠিত?
ক)
তরল যোজক কলা
খ)
আবরণী কলা
গ)
পেশি কলা
ঘ)
যোজক কলা
সঠিক উত্তর: (ঘ)
৬১.
রেচন প্রক্রিযার মাধ্যমে -
i. শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়
ii. বর্জ্য পদার্থ শরীরে জমা হয়
iii. শারীরিক অসুস্থতা থেকে আমরা মুক্তি পাই
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬২.
মূত্র ইউরিয়ার পরিমাণ শতকরা -
ক)
২%
খ)
৫%
গ)
৯%
ঘ)
৭%
সঠিক উত্তর: (ক)
৬৩.
বৃক্কের H+ রেচন মাত্রানিয়ন্ত্রিত হয় কোন হরমোন
দ্বারা?
ক)
এনজিওটেনসিনোজেন
খ)
ডাইইউরেসিস
গ)
ভ্যাসোপ্রোসিন
ঘ)
এলজোস্টেরন
সঠিক উত্তর: (ঘ)
৬৪.
কোনটি মূত্রের উপাদান?
ক)
নাইট্রোজেন
খ)
সোডিয়াম হাইড্রক্সাইড
গ)
আর্গান
ঘ)
অক্সিজেন
সঠিক উত্তর: (ক)
৬৫.
পিরামিডের শীর্ষগুলোকে কি নামে ডাকা হয়?
ক)
প্যাপিলা
খ)
নেফ্রন
গ)
হাইলাস
ঘ)
কর্টেক্স
সঠিক উত্তর: (ক)
৬৬.
বৃক্কে পাথর অপসারণের আধুনিক পদ্ধতি কোনটি?
ক)
আল্ট্রাসনোগ্রাফে
খ)
এক্সরে
গ)
আল্ট্রাসনিক লিথওট্রপসি
ঘ)
ক্লোনোসকপি
সঠিক উত্তর: (গ)
৬৭.
মূত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী বস্তু হলো -
ক)
অ্যামোনিয়া
খ)
বিলিরুবিন
গ)
ইউরোক্রোম
ঘ)
ইউরিয়া
সঠিক উত্তর: (গ)
৬৮.
বৃক্ত তৎক্ষণিক বিকল অবস্থা হলে-
i. প্রসাবের পরিমাণ বেড়ে যায়
ii. মাংসপেশিতে ব্যথা হয়
iii. শরীরের মাংসপেশি লাফায়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৯.
মূত্রের জৈব উপাদান হচ্ছে -
i. ইউরিয়া
ii. ক্রিয়োটিনিন
iii. সালফেট
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭০.
আকস্মিক বৃক্ক অকেজো হওয়ার কারণ কী?
ক)
জ্বর
খ)
ডায়রিয়া
গ)
স্কার্ভি রোগ
ঘ)
রক্তশূন্যতা
সঠিক উত্তর: (খ)
৭১.
বৃক্ক কোন হরমোন নিঃসরণ করে?
ক)
এরিথ্রোপোয়োটিন
খ)
অক্সিন
গ)
জিব্রেলিন
ঘ)
সাইটোকাইনিন
সঠিক উত্তর: (ক)
৭২.
মালিপিজিয়ান করপাসল বৃক্কের কোন অংশে অবস্থিত?
ক)
কর্টেক্সে
খ)
মেডুলায়
গ)
রেনাল করপাসলে
ঘ)
রেনাল পিরামিডে
সঠিক উত্তর: (ক)
৭৩.
কিডনি বিকল হলে -
i. মূত্র ত্যাগের সমস্যা দেখা দেয়
ii. রক্তে কিয়োটিনিন বৃদ্ধি পায়
iii. রক্তে নাইট্রোজেনের অভাব দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৪.
দেহ কোষের অন্তঃপরিবেশ ও বহিঃপরিবেশের মধ্যে অভিস্রবণিক
সমতাকে কী বলে?
ক)
রেচন
খ)
সমঅভিস্রবণ
গ)
অসমোরেগুলেশন
ঘ)
ফিলট্রেশন
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
পানি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানবদেহের
সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণে এর ভূমিকা অনেক। মূত্র তৈরিতেও এটি প্রত্যক্ষ ভূমিকা রাখে।
৭৫.
মানবদেহে উপাদানটির পরিমাণ বেড়ে গেলে কোন হরমোনের
পরিমাণ কমে যাবে?
ক)
FSH
খ)
GH
গ)
ADH
ঘ)
LH
সঠিক উত্তর: (গ)
৭৬.
উপাদানটি কম গ্রহণ করলে-
i. বৃক্কে পানি কম শোষিত হবে
ii. প্লাজমার অসমোলারিটি বেড়ে যাবে
iii. ADH রক্ষণ বেড়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
iii. বক্ষগহ্বরের আয়তন হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
প্রতিবার অনুশীলনের সময় অনলাইন
ঢাকা গাইড আপনাকে দিচ্ছে ভিন্ন ভিন্ন প্রশ্ন। সুতরাং যতবার খুশি ভিন্ন ভিন্ন প্রশ্নে
অনুশীলন করুন।