জীববিজ্ঞান ২য়পত্র
অধ্যায় - ৫: মানব শারীরতত্ত্ব: শ্বসন ও শ্বাসক্রিয়া
১. প্রশ্বাস-নি:শাসের
সময় বক্ষগহ্বর প্রসারিত হলে-
i. ফুসফুসের সংকোচন ঘটে
ii. ফুসফুসের প্রসারণ ঘটে
iii. বায়ু ফুসফুসে প্রবেশ করে
নিচের কোনটি
সঠিক?
ক) i ও
ii খ) i ও iii
গ) ii
ও iii ঘ) i, ii ও
iii
সঠিক উত্তর:
(গ)
২. মানুষের বক্ষগহ্বর
ও উদর গহ্বরকে পৃথককারী পর্দাকে কী বলে?
ক) প্লুরা খ) অ্যালভিওলাস
গ) ট্রাকিয়া ঘ) ডায়াফ্রাম
সঠিক উত্তর:
(ঘ)
৩. মানুষের রক্তে
অক্সিজেন পরিবহণের বাহকরূপে কাজ করে কোনটি?
ক)
লোহিত রক্তকণিকা
খ)
শ্বেত রক্তকণিকা
গ)
অণুচক্রিকা
ঘ)
রক্তরস
সঠিক
উত্তর: (ক)
৪.
পটাসিয়াম বাই
কার্বনেট - এর সংকেত কোনটি?
ক)
KHCO3
খ)
K2HCO3
গ)
KH2CO3
ঘ)
K2H2CO3
সঠিক
উত্তর: (ক)
৫.
অধূমপায়ী ব্যক্তির
বায়ু চলাচলের পথ-
i. প্রশস্ত থাকে
ii. সরু থাকে
iii. প্রসারিত
থাকে
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (খ)
৬.
সিগারেটের রাসায়নিক
পদার্থ হলো -
i. কার্বন মনোক্সাইড
ii. আর্সেনিক
iii. নিকোটিন
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ঘ)
৭.
আবেদনিক ওষুধ
প্রয়োগের ফলে মানুষের-
i. শ্বাসক্রিয়া
সচল থাকে
ii. শ্বাসক্রয়া
নিশ্চল হয়ে যায়
iii. হৃদস্পন্দন
অব্যাহত থাকে
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (গ)
৮.
মানুষের কয়জোড়া
সাইনাস থাকে?
ক)
১ জোড়া
খ)
২ জোড়া
গ)
৩ জোড়া
ঘ)
৪ জোড়া
সঠিক
উত্তর: (ঘ)
৯.
ফুসফুসের আবরণীর
দুটি স্তরের মাঝে কী থাকে?
ক)
অ্যালভিওলাস
খ)
ব্রঙ্কিওল
গ)
অন্তঃপ্লুরা
গহবর
ঘ)
বায়ুকুঠুরী
সঠিক
উত্তর: (গ)
১০.
কোন বায়ু রক্তে
O2 সমৃদ্ধ করে?
ক)
প্রশ্বাস বায়ু
খ)
নিঃশ্বাস বায়ু
গ)
বায়ুথলির বায়ু
ঘ)
অতিরিক্ত বায়ু
সঠিক
উত্তর: (গ)
১১.
ক্রেবস চক্র
কোথায় সংঘটিত হয়?
ক)
প্লাস্টিডে
খ)
সাইটোপ্লাজমে
গ)
নিউক্লিয়াসে
ঘ)
মাইটোকন্ড্রিয়ায়
সঠিক
উত্তর: (ঘ)
১২.
দেহে সেরাটোনিন
সংরক্ষণ ও বিমুক্ত করে কোনটি?
ক)
যকৃত
খ)
অগ্ন্যাশয়
গ)
পাকস্থলী
ঘ)
ফুসফুস
সঠিক
উত্তর: (ঘ)
১৩.
শ্বসনের সময়
সংকোচন-প্রসারণ সহজ হয় কোনটির কারণে?
ক)
কোলাজেন
খ)
ইস্ট্রোজেন
গ)
সারফেকট্যান্ট
ঘ)
অ্যাড্রিনাল
সঠিক
উত্তর: (ক)
১৪.
ফুসফুস সংলগ্ন
আবরণী স্তরকে কী বলে?
ক)
ভিসেরাল স্তর
খ)
প্যারাইটাল স্তর
গ)
ডায়াফ্রাম
ঘ)
অন্ত:প্লুরাল
স্তর
সঠিক
উত্তর: (ক)
১৫.
খাদ্যবস্তু জারণে
নিচের কোনটি প্রচুর পরিমাণে প্রয়োজন হয়?
ক)
CO2
খ)
O2
গ)
H2O
ঘ)
N2
সঠিক
উত্তর: (খ)
১৬.
অক্সিজেন পরিবহনের
ক্ষেত্রে যা ঘটে -
i. ফুসফুস থেকে
O2 রক্তে প্রবেশ করে
ii. প্রক্রিয়াটি
ব্যাপন প্রক্রিয়ায় ঘটে
iii. অ্যালভিওলাইয়ে
O2 এর চাপ থাকে 95 mm Hg
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ক)
১৭.
ফুসফুসের বায়ুথলির
অপর নাম কোনটি?
ক)
অ্যালভিওলাস
খ)
ট্রাকিয়া
গ)
ব্রঙ্কিওল
ঘ)
ব্রংকাস
সঠিক
উত্তর: (ক)
১৮.
শ্বাসকেন্দ্র
উদ্দীপ্ত হয় কোনটির কারণে?
ক)
CO2 – এর বৃদ্ধি
খ)
O2 – এর
বৃদ্ধি
গ)
H+ - এর
স্বল্পতা
ঘ)
N2 - এর
স্বল্পতা
সঠিক
উত্তর: (ক)
১৯.
ট্রাকিয়া কী
দিয়ে গঠিত?
ক)
অস্থি
খ)
তরুণাস্থি
গ)
শিরা
ঘ)
ধমনী
সঠিক
উত্তর: (খ)
২০.
ধুমপায়ী ব্যক্তির
ফুসফুসের আকৃতি কীরূপ?
ক)
লম্বাটে
খ)
গোলাকৃতির
গ)
ডিম্বাকৃতির
ঘ)
বেলনাকৃতির
সঠিক
উত্তর: (ক)
২১.
আমাদের বক্ষগহ্বরের
আয়তন পরিবর্তনের মাধ্যমে ফুসফুসে বায়ুর কোন ধরনের গতি নিয়ন্ত্রিত হয়?
ক)
একমুখী
খ)
দ্বিমুখী
গ)
ত্রিমুখী
ঘ)
চতুর্মুখী
সঠিক
উত্তর: (খ)
২২.
স্বরযন্ত্র কী
দিয়ে গঠিত?
ক)
অস্থি
খ)
তরুণাস্থি
গ)
কোমলাস্থি
ঘ)
যোজক কলা
সঠিক
উত্তর: (খ)
২৩.
যে স্নায়ু ডায়াফ্রামের
সংকোচনের জন্য দায়ী -
ক)
অকুলোমোটর
খ)
অডিটরী
গ)
ফ্রেনিক
ঘ)
ভেগাস
সঠিক
উত্তর: (গ)
২৪.
কোনটির সহায়তায়
খাদ্যের স্থিতিশক্তি জারিত হয়?
ক)
পানি
খ)
আলো
গ)
অক্সিজেন
ঘ)
নাইট্রোজেন
সঠিক
উত্তর: (গ)
২৫.
গ্লাইকোলাইসিস
প্রক্রিয়া কলাকোষের কোথায় ঘটে?
ক)
নিউক্লিয়াসে
খ)
রাইবোজোমে
গ)
সাইটোপ্লাজমে
ঘ)
মাইটোকন্ড্রিয়াতে
সঠিক
উত্তর: (গ)
২৬.
আমরা শ্বাস গ্রহণের
অক্সিজেন নিই। এটি তকণ-
i. ফুসফুস থেকে
রক্তে প্রবেশ করে
ii. ধমনিরক্তে
প্রবেশ করে
iii. কলাকোষে
প্রবেশ করে
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ঘ)
২৭.
কার্বন মনোক্সাইড
কোনটি সৃষ্টি করে?
ক)
ক্যান্সার
খ)
ওটিটিস মিডিয়া
গ)
ব্রঙ্কাইটিস
ঘ)
যক্ষ্মা
সঠিক
উত্তর: (গ)
২৮.
মানুষের ট্রাকিয়ার
প্রতিটি শাখাকে বলা হয় -
ক)
অ্যালভিওলাস
খ)
ট্রাকিওল
গ)
ব্রঙ্কাস
ঘ)
ফুসফুস
সঠিক
উত্তর: (গ)
২৯.
কোনটির কারণে
সাইনুসাইটিস হয়?
ক)
চর্বিযুক্ত খাবার
খেলে
খ)
অতিরিক্ত ঘুমালে
গ)
অপুষ্টির কারণে
ঘ)
অতিরিক্ত পরিশ্রমে
সঠিক
উত্তর: (গ)
৩০.
মানুষের ফুসফুসের
অ্যালভিওলাসের সংলগ্ন শিরার রক্তে অক্সিজেনের পার্শ্বচাপ কত পারদ চাপের সমান?
ক)
২০ মিলিমিটার
খ)
৩০ মিলিমিটার
গ)
৪০ মিলিমিটার
ঘ)
৫০ মিলিমিটার
সঠিক
উত্তর: (গ)
৩১.
প্লুরার বাইরের
স্তরটির নাম কী?
ক)
ভিসেরাল স্তর
খ)
প্যারাইটাল স্তর
গ)
ট্রাকিয়া স্তর
ঘ)
অ্যালভিওলি স্তর
সঠিক
উত্তর: (খ)
৩২.
নিঃশ্বাস বায়ুতে
কোন বায়ু বেশি পরিমাণে থাকে?
ক)
অক্সিজেন
খ)
কার্বন ডাইঅক্সাইড
গ)
নাইট্রোজেন
ঘ)
হাইড্রোজেন
সঠিক
উত্তর: (গ)
৩৩.
অক্সিহিমোগ্লোবিনের
সংকেত কোনটি?
ক)
Hb4O2
খ)
4HbO2
গ)
H4bO
ঘ)
4Hb2O2
সঠিক
উত্তর: (খ)
৩৪.
সেন্ট্রাল রিসেপ্টর
কোথায় অবস্থিত?
ক)
ফুসফুসে
খ)
ডায়াফ্রামে
গ)
হৃৎপিন্ডে
ঘ)
মেডুলায়
সঠিক
উত্তর: (ঘ)
৩৫.
কোন শিশুর কত
সপ্তাহ কাশি থাকলে অ্যান্টিবায়োটিক দিতে হবে?
ক)
১-২ সপ্তাহ
খ)
২-৩ সপ্তাহ
গ)
৪-৫ সপ্তাহ
ঘ)
৬-৮ সপ্তাহ
সঠিক
উত্তর: (খ)
৩৬.
বহি:স্থ পর্শূকা
পেশির সহায়তায় নিচের কোনটির আয়তন বৃদ্ধি পায়?
ক)
উদর গহ্বরের
খ)
শ্রেণিদেশের
গ)
পৃষ্ঠদেশের
ঘ)
বক্ষ গহ্বরের
সঠিক
উত্তর: (ঘ)
৩৭.
শ্বাসনালির নানা
জটিলতা ও সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে নিজেদেরকে দূরে রাখতে হবে-
i. অজ্ঞতা থেকে
ii. অসাবধানতা
থেকে
iii. রোগজীবাণু
থেকে
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ঘ)
৩৮.
আমাদের রক্তের
প্লাজমা থেকে CI- কোথায় প্রবেশ করে?
ক)
লোহিত কণিকায়
খ)
শ্বেত কণিকায়
গ)
অনুচক্রিয়ায়
ঘ)
লসিকায়
সঠিক
উত্তর: (ক)
৩৯.
শ্বসন নালির
প্রথম অংশ কোনটি?
ক)
ভেস্টিবিউল
খ)
নাসিকা
গ)
নাসাগহবর
ঘ)
স্বরযন্ত্র
সঠিক
উত্তর: (খ)
৪০.
মানুষের বহি:নাসারন্ধ্রের
ছিদ্র সংখ্যা কত?
ক)
২
খ)
৩
গ)
৪
ঘ)
৫
সঠিক
উত্তর: (ক)
৪১.
মানুষের ফুসফুসের
খন্ড কয়টি?
ক)
২ + ১
খ)
৩ + ২
গ)
৪ + ২
ঘ)
৪ + ১
সঠিক
উত্তর: (খ)
৪২.
খাদ্য গলাধঃকরনে
সাহায্য করে কোন স্নায়ু?
ক)
হাইপোগ্লোসাল
স্নায়ু
খ)
অকুলোমোটর স্নায়ু
গ)
অ্যাবডুসেন্স
স্নায়ু
ঘ)
গ্লসোফ্যারিনজিয়াল
স্নায়ু
সঠিক
উত্তর: (ঘ)
৪৩.
মানবদেহে বিপাকীয়
কার্যের ফলে কলাকোষে-
i. কার্বন ডাইঅক্সাইড
উৎপন্ন হয়
ii. অক্সিজেন
উৎপন্ন হয়
iii. অক্সিজেন
ব্যবহৃত হয়
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (খ)
৪৪.
স্বরযন্ত্র কোথায়
উন্মুক্ত হয়?
ক)
ফুসফুসে
খ)
মুখগহবরে
গ)
শ্বাসনালিতে
ঘ)
গলবিলে
সঠিক
উত্তর: (গ)
৪৫.
কত বছর বয়সী
শিশুদের ওটিটিস মিডিয়া বেশি দেখা দেয়?
ক)
১ মাস থেকে ১
বছর
খ)
৩ মাস থেকে ২
বছর
গ)
৬ মাস থেকে ৩
বছর
ঘ)
১ বছর থেকে ৫
বছর
সঠিক
উত্তর: (গ)
৪৬.
ওটিটিস মিডিয়া
রোগের লক্ষণ কোনটি?
ক)
তীব্র কানে ব্যথা
ও জ্বর
খ)
তীব্র মাথা ব্যথা
গ)
তীব্র গলা ব্যথা
ঘ)
তীব্র বুকে ব্যথা
সঠিক
উত্তর: (ক)
৪৭.
কোন রোগ একবার
হলে বাবার হওয়ার সম্ভাবনা থাকে?
ক)
সাইনুসাইটিস
খ)
ব্রঙ্কাইটিস
গ)
অ্যাজমা
ঘ)
ওটিটিস মিডিয়া
সঠিক
উত্তর: (খ)
৪৮.
শ্বাসনালির দৈর্ঘ্য
কত?
ক)
১২ সে.মি.
খ)
১০ সে.মি.
গ)
১৪ সে.মি.
ঘ)
১৬ সে.মি.
সঠিক
উত্তর: (ক)
৪৯.
আমাদের নি:শ্বাস
পদ্ধতিটি নির্ভরশীল-
i. মধ্যচ্ছদা
পেশির প্রত্যাবর্তনের ওপর
ii. বক্ষগহ্বরের
প্রসারণের ওপর
iii. পর্শূকার
স্ব-স্থানে প্রত্যাবর্তনের ওপর
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (খ)
৫০.
রক্তে অক্সিজেন
কয়ভাবে পরিবাহিত হয়?
ক)
১ ভাবে
খ)
২ ভাবে
গ)
৩ ভাবে
ঘ)
৪ ভাবে
সঠিক
উত্তর: (খ)
৫১.
স্বরযন্ত্রের
সংযোগনালিগুলো হলো-
i. ব্রংকাস
ii. মুখবিবর
iii. শ্বাসনালি
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (গ)
৫২.
অ্যাজমার কারণ
কোনটি?
ক)
ভাইরাস
খ)
ব্যাকটেরিয়া
গ)
ছত্রাক
ঘ)
জীবাণু
সঠিক
উত্তর: (ক)
৫৩.
কোন প্রকারের
ঘর সাইনুসাইটিসের জন্য ঝুঁকিপূর্ণ?
ক)
শুষ্ক ঘর
খ)
খোলামেলা ঘর
গ)
স্যাঁতস্যাঁতে
ঘর
ঘ)
আলো বাতাসপূর্ণ
ঘর
সঠিক
উত্তর: (গ)
৫৪.
অক্সিজেন কোষের
কোন উপাদানকে জারিত করে শক্তি উৎপন্ন করে?
ক)
সেলুলোজ
খ)
স্টার্চ
গ)
ফ্লুক্টোজ
ঘ)
গ্লুকোজ
সঠিক
উত্তর: (ঘ)
৫৫.
ফুসফুস কী দ্বারা
আবৃত থাকে?
ক)
সিলিয়া
খ)
মিউকাস
গ)
ঝিল্লি
ঘ)
প্লুরা
সঠিক
উত্তর: (ঘ)
৫৬.
অ্যালভিওলাইয়ের
চারপাশে কোনটি থাকে?
ক)
ধমনি
খ)
পালমোনারি শিরা
গ)
পালমোনারি ধমনি
ঘ)
শিরা
সঠিক
উত্তর: (গ)
৫৭.
আমাদের মুখমন্ডল
ও মস্তিষ্কের ভিতরের বায়ুমুঠুরিকে কী বলে?
ক)
অ্যালভিওলি
খ)
ট্রাকিয়া
গ)
সাইনাস
ঘ)
ব্রঙ্কিওল
সঠিক
উত্তর: (খ)
৫৮.
কয়টি পলিপেপটাইড
চেইন দ্বারা হিমোগ্লোবিন অণু গঠিত হয়?
ক)
২টি
খ)
৩টি
গ)
৪টি
ঘ)
৬টি
সঠিক
উত্তর: (গ)
৫৯.
কোনটির পুনর্জন্ম
হয় না?
ক)
লোহিত কণিকা
খ)
শ্বেতকণিকা
গ)
অনুচক্রিকা
ঘ)
অ্যালভিওলাই
সঠিক
উত্তর: (ঘ)
৬০.
নিঃশ্বাস বায়ুতে
নাইট্রোজেনের পরিমাণ কত?
ক)
২০.৮ ভাগ
খ)
১৬.৪ ভাগ
গ)
৭৬.৬ ভাগ
ঘ)
৭৬.৫ ভাগ
সঠিক
উত্তর: (গ)
৬১.
ভোকাল কর্ড শ্বাসতন্ত্রের
কোন অংশে পাওয়া যায়?
ক)
গলবিল
খ)
ল্যারিংক্স
গ)
গ্লুটিস
ঘ)
ব্রঙ্কাস
সঠিক
উত্তর: (খ)
৬২.
অক্সিজেন মানুষের
রক্তে কোন প্রক্রিয়ায় প্রবেশ করে?
ক)
অভিস্রবণ
খ)
ব্যাপন
গ)
প্ররিস্রাবণ
ঘ)
ছাঁকন
সঠিক
উত্তর: (খ)
৬৩.
ব্রঙ্কাইটিস
হওয়ার কারণ কোনটি?
ক)
ভাইরাস
খ)
ব্যাকটেরিয়া
গ)
জীবাণু
ঘ)
ছত্রাক
সঠিক
উত্তর: (খ)
৬৪.
ভাইরাল সাইনুসাইটিসের
লক্ষণ কতদিন থাকে?
ক)
৫ দিনের কম
খ)
১০ দিন
গ)
১০ দিনের বেশি
ঘ)
২০ দিন
সঠিক
উত্তর: (খ)
৬৫.
ধুমপানের ফলে
বুকের মধ্যচ্ছদার পরিণতি হয়?
ক)
বক্রতা হ্রাস
পায়
খ)
সোজা হয়ে যায়
গ)
বক্রতা বৃদ্ধি
পায়
ঘ)
স্বাভাবিক থাকে
সঠিক
উত্তর: (ক)
৬৬.
স্বাভাবিক শ্বাস
ক্রিয়ার সময় কোন বায়ু গৃহীত হয়?
ক)
প্রবাহী বায়ু
খ)
অতিরিক্ত বায়ু
গ)
অবশেষ বায়ু
ঘ)
প্রশ্বাস বায়ু
সঠিক
উত্তর: (ক)
৬৭.
বক্ষগহবরে পর্শুকার
সংখ্যা কত?
ক)
৬ জোড়া
খ)
৯ জোড়া
গ)
১০ জোড়া
ঘ)
১২ জোড়া
সঠিক
উত্তর: (ঘ)
৬৮.
পৃথিবীর প্রাণিকুল
শ্বসন নামক জৈবনিক প্রক্রিয়ায়-
i. কার্বন ডাইঅক্সাইড
নির্গত করে
ii. জলীয় বাষ্প
নির্গত করে
iii. অক্সিজেন
নির্গত করে
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ক)
৬৯.
ফুসফুসের সর্বমোট
বায়ু ধারণ ক্ষমতাকে কি বলে?
ক)
রেসিডুয়াল ভলিউম
খ)
ভাইটাল ক্যাপাসিটি
গ)
টাইডাল ভলিউম
ঘ)
টাইডাল বায়ু
সঠিক
উত্তর: (খ)
৭০.
ফুসফুসের কাজ
হলো -
i. শ্বসন পরিচালনা
ii. দেহের তাপমাত্রা
নিয়ন্ত্রণ
iii.
CO2 নিষ্কাশন
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ঘ)
৭১.
ফুসফুসের গঠনগত
ও কার্যকরী একক কোনটি?
ক)
নাসিকা
খ)
নাসাগহবর
গ)
স্বরযন্ত্র
ঘ)
অ্যালভিওলাস
সঠিক
উত্তর: (ঘ)
৭২.
ফুসফুসের রং
কেমন?
ক)
সাদা
খ)
গোলাপি
গ)
হালকা গোলাপি
ঘ)
লালচে
সঠিক
উত্তর: (গ)
৭৩.
ওটিটিস মিডিয়ার
কারণ -
i. ভাইরাস ও
ব্যাকটেরিয়া
ii. ছত্রাক
iii. অ্যাডিনয়েড
ফুলে যাওয়া
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ঘ)
৭৪.
অ্যালভিওলাই
নষ্ট হয় কোন কারণে?
ক)
ধুমপানজনিত কারণে
খ)
ভাইরাসের আক্রমণে
গ)
ব্যাকটেরিয়ার
আক্রমণে
ঘ)
CO2 এর
আধিক্য
সঠিক
উত্তর: (ক)
৭৫.
মুখ হতে মুখের
সাহায্যে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস প্রতি মিনিটে কতবার করা সম্ভব?
ক)
১-১০
খ)
১০-২০
গ)
২০-৩০
ঘ)
৩০-৪০
সঠিক
উত্তর: (খ)
৭৬.
অন্তঃশ্বসন প্রধানত
কোষের কোথায় সংঘটিত হয়?
ক)
প্লাজমামেমব্রেনে
খ)
নিউক্লিয়াসে
গ)
মাইটোকন্ড্রিয়ায়
ঘ)
কোষগহবর
সঠিক
উত্তর: (গ)
৭৭.
কোনটি হিমোগ্লোবিনকে
শক্তিশালী করে?
ক)
মিষ্টি কুমড়া
খ)
কলার মোচা
গ)
লালশাক
ঘ)
হলুদ ফলমূল
সঠিক
উত্তর: (খ)
৭৮.
বাড়ন্ত শিশু
ও মহিলাদের হিমোগ্লোবিনের অভাবে কোনটি দেখা দেয়?
ক)
অ্যানিমিয়া
খ)
থ্যালাসেমিয়া
গ)
ঝিল্লির প্রদাহ
ঘ)
সাইনুসাইটিস
সঠিক
উত্তর: (ক)
৭৯.
পাইরুভেট অক্সিডেশন
প্রক্রিয়া কলা কোষের কোথায় ঘটে?
ক)
নিউক্লিয়াসে
খ)
সাইটোপ্লাজমে
গ)
রাইবোজোমে
ঘ)
মাইটোকন্ড্রিয়াতে
সঠিক
উত্তর: (ঘ)
৮০.
রক্তে হিম ও
গ্লোবিনের অনুপাত কত?
ক)
৩ : ১৫
খ)
৫ : ২৫
গ)
১ : ১৫
ঘ)
১ : ২৫
সঠিক
উত্তর: (ঘ)
৮১.
শ্বাসকার্য কয়টি
ধাপে সম্পন্ন হয়?
ক)
২টি ধাপে
খ)
৩টি ধাপে
গ)
৪টি ধাপে
ঘ)
৫টি ধাপে
সঠিক
উত্তর: (ক)
৮২.
অ্যালভিওলাসের
ক্ষেত্রে প্রযোজ্য -
i. এটি ফুসফুসের
গঠনগত ও কার্যগত একক
ii. দেখতে বায়ুকুঠুরীর
মতো
iii. এটি সারফেকট্যান্ট
নিঃসৃত করে
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ঘ)
৮৩.
সাইনুসাইটিসের
সংক্রমণ হয় -
i. ভাইরাস দ্বারা
ii. ব্যাকটেরিয়া
দ্বারা
iii. ছত্রাক
দ্বারা
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ঘ)
৮৪.
বায়ুথলির বায়ুতে
CO2 এর পরিমাণ কত?
ক)
৫.৫ ভাগ
খ)
৬.২ ভাগ
গ)
৯.৯ ভাগ
ঘ)
৭.৮ ভাগ
সঠিক
উত্তর: (ক)
৮৫.
ফুসফুসে কোনটি
বিদ্যমান?
ক)
ট্রাকিয়া
খ)
অ্যালভিওলাস
গ)
ল্যারিংক্স
ঘ)
ডায়াফ্রাম
সঠিক
উত্তর: (খ)
৮৬.
শ্বসনতন্ত্রের
কোন অংশটি স্বর সৃষ্টিতে সাহায্য করে?
ক)
নাসা গহ্বর
খ)
নাসা গলবিল
গ)
স্বরযন্ত্র
ঘ)
ব্রঙ্কাস
সঠিক
উত্তর: (গ)
৮৭.
ধুমপায়ী ব্যক্তির
হৃৎপিন্ড কেমন দেখাবে?
ক)
গোলাকার
খ)
লম্বাকার
গ)
ডিম্বাকার
ঘ)
নলাকার
সঠিক
উত্তর: (খ)
৮৮.
ওটিটিস মিডিয়া
যাদের বেশি হয় -
i. চার মাস থেকে
চার বছর বয়সী শিশুদের
ii. যেসব শিশুরা
দীর্ঘদিন বুকের দুধ পান করে
iii. যেসব শিশুদের
নিচু অবস্থানে শুইয়ে বোতলে দুধ খাওয়ানো হয়
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
ii ও iii
গ)
i ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (গ)
৮৯.
অক্সিজেন পরিবহন
ক্ষমতা হ্রাস করে কোনটি?
ক)
CO2
খ)
CO
গ)
N2
ঘ)
NH3
সঠিক
উত্তর: (খ)
৯০.
সাইনুসাইটিসের
প্রতিকারে ব্যবহৃত ওষুধসমূহ হলো-
i. হিস্টাসিন
জাতীয় ওষুধ
ii. স্টেরয়েড
জাতীয় ওষুধ
iii. অ্যান্টিবায়োটিক
জাতীয় ওষুধ
নিচের কোনটি
সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক
উত্তর: (ক)
৯১.
ট্রাকিয়ার অপর
নাম কোনটি?
ক)
শ্বাসনালি
খ)
নাসা গহ্বর
গ)
ব্রঙ্কিওল
ঘ)
ব্রঙ্কাস
সঠিক
উত্তর: (ক)
৯২.
কোন জাতীয় খাদ্যের
অভাব ফুসফুসের রাসায়নিক সম্ভাবনা বাড়িয়ে দেয়?
ক)
আঁশজাতীয়
খ)
স্নেহজাতীয়
গ)
আমিষ জাতীয়
ঘ)
ভিটামিন
সঠিক
উত্তর: (ক)
উদ্দীপকটি পড়ো
এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
পৃথিবীর প্রত্যেকটি
প্রাণীর দেহে একটি জৈবনিক ক্রিয়া সংঘটিত হয়, যা ছাড়া প্রাণী এক মুহূর্তও বেঁচে থাকতে
পারবে না। এ জৈবনিক প্রক্রিয়ার কার্যক্রম দুটি পর্যায়ে বিভক্ত।
৯৩.
উদ্দীপকে কোন
জৈবনিক ক্রিয়ার করা উল্লেখ করা হয়েছে?
ক)
শ্বসন
খ)
রেচন
গ)
পরিপাক
ঘ)
সংবহন
সঠিক
উত্তর: (ক)
৯৪.
এ জৈবনিক ক্রিয়ার
কার্যক্রমের দুটি পর্যায়ের একটি পর্যায়ে-
i. পিঞ্জরাস্থিগুলি
নিম্নগামী হয়
ii. বক্ষ গহ্বরের
আয়তন বৃদ্ধি পায় প্রতিবার অনুশীলনের সময় অনলাইন ঢাকা গাইড আপনাকে
দিচ্ছে ভিন্ন ভিন্ন প্রশ্ন। সুতরাং যতবার খুশি ভিন্ন ভিন্ন প্রশ্নে অনুশীলন করুন।