জীববিজ্ঞান
২য়পত্র
অধ্যায়
- ২: প্রাণীর পরিচিতি
১. কীসের সাহায্যে স্ত্রী ঘাসফড়িং নিষিক্ত ডিম রাখার
জন্য মাটিতে সুড়ঙ্গ খনন করে?
ক) মুখ উপ্পাঙ্গ খ) পা
গ) ওভিপজিটর
ঘ) অ্যান্টেনা
সঠিক উত্তর: (গ)
২. ঘাসফড়িং এর রক্ত কোন বর্ণের?
ক) লাল
খ) সাদা
গ) লালচে হলুদ ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ঘ)
৩. প্রতিটি ম্যান্ডিবল বাইরের দিকে কোন পেশির সাহায্যে
মস্তকের সঙ্গ যুক্ত থাকে?
ক) অ্যাবডাকটর খ) অ্যাডাকটর
গ) ম্যাক্সিলারি পাল্প ঘ) ল্যাবিয়াল পাল্প
সঠিক উত্তর: (ক)
৪. হাইড্রার কোন প্রকিয়ায় উওসাইট থেকে উওটিড সৃষ্টি
হয়?
ক)
মিয়োসিস
খ)
মাইটোসিস
গ)
অ্যামাইটোসিস
ঘ)
মিয়োসিস ও মাইটোসিস
সঠিক উত্তর: (ক)
৫.
হাইড্রার পরিস্ফুটনরত ডিোসাইটকে কী বলে?
ক)
নেমোটোসিস্ট
খ)
নিডোব্লাস্ট
গ)
নিডোসিল
ঘ)
নিডোপ্লাস্ট
সঠিক উত্তর: (খ)
৬.
ঘাসফড়িং-এর বহিঃকঙ্কাল কী থেকে সৃষ্ট?
ক)
হাইপোডার্মিস
খ)
এপিডার্মিস
গ)
এন্ডোডার্মিস
ঘ)
গ্যঅস্ট্রোডার্মিস
সঠিক উত্তর: (ক)
৭.
ঘাসফড়িং এর ট্রাকিয়ার মাধ্যমে শ্বাস গ্রহণ ও ত্যাগ
যেসব অংশের সংকোচন প্রসারণের ফলে হয় সেগুলো হলো-
i. টারগাম
ii. ফুসফুস
iii. স্টারনাম
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮.
ঘাসফড়িং এর বক্ষ কতটি অংশে বিভক্ত?
ক)
২
খ)
৩
গ)
৪
ঘ)
৫
সঠিক উত্তর: (খ)
৯.
রুই মাছের পূর্ণ বিকশিত, অস্থিময় এবং রশ্মিযুক্ত
পাখনা হলো-
i. পৃষ্ঠীয় পাখনা
ii. বক্ষ পাখনা
iii. পায়ু পাখনা
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০.
ঘাসফড়িং-এর রক্তপূর্ণ গহ্বরকে কী বলে?
ক)
দেহগহ্বর
খ)
সিলোম
গ)
হিমোসিল
ঘ)
সিলেন্টেরন
সঠিক উত্তর: (গ)
১১.
শৈবাল কর্তৃক হাইড্রা-
i. শ্বসনে সহায়তা পায়
ii. আশ্রয় লাভ করে
iii. বর্জ্য নিষ্কাশনে সহায়তা পায়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২.
ঘাসফড়িং এর ইউরেট কোষে জমা থাকে-
i. ক্যালসিয়াম কার্বনেট
ii. ইউরিক এসিড
iii. ফ্যাট বডি
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩.
রুই মাছের দেহের কোন অংশটি রক্ত হতে শোষণ করা নামা
ধরনের গ্যাসীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে?
ক)
পেরিকার্ডিয়াল গহ্বর
খ)
মুখগহ্বর
গ)
সাইনাস ভেনোসাস
ঘ)
বায়ুথলি
সঠিক উত্তর: (ঘ)
১৪.
নিম্নোক্ত অবস্থায় রুই মাছের প্রজননে অংশ নেয়-
i. নদীর পানি ফুলে উঠা অবস্থা হলে
ii. প্রবল বর্ষণমুখর অবস্থা হলে
iii. নদীর পানির তাপমাত্রা ২৭০-৩০০C হলে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫.
ঘাসফড়িং-এ যৌনমিলন ঘটে কখন?
ক)
গ্রীষ্মের শুরুর দিকে
খ)
গ্রীষ্মের শেষের দিকে
গ)
বর্ষার শুরুর দিকে
ঘ)
বর্ষার শেষের দিকে
সঠিক উত্তর: (খ)
১৬.
ঘাসফড়িং এর ট্রাকিয়ার ভেতর সূক্ষ্মতম শাখা কোনটি?
ক)
ইন্টিমা
খ)
টিনিডিয়া
গ)
ট্রাকিওল
ঘ)
ওমাটিডিয়াম
সঠিক উত্তর: (গ)
১৭.
কোন প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলে?
ক)
লুপিং
খ)
সমারসল্টিং
গ)
সাঁতার
ঘ)
গ্লাইডিং
সঠিক উত্তর: (খ)
১৮.
ওমাটিডিয়ামের কর্ণিয়ার বৈশিষ্ট্য হলো-
i. ওমাটিডিয়ামের বাইরের বর্ণহীন অংশ
ii. স্বচ্ছ ও উত্তম
iii. ষড়ভুজাকার কিউটিকল আবরণী
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯.
কোনটি হৃৎপিন্ডের সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হয়?
ক)
অগ্র কার্ডিনাল শিরা
খ)
সাভাক্ল্যাভিয়ান শিরা
গ)
ক্যুভিয়েরি ডাক্টাস
ঘ)
রেনাল পোর্টাল শিরা
সঠিক উত্তর: (গ)
২০.
হাইড্রার-
i. Order-Hydorzoa
ii. Class-Hydrozoa
iii. Family-Hydridae
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১.
পাকস্থলী কোন পর্দা দ্বারা আবৃত থাকে?
ক)
পেরিটোনিয়অম
খ)
পেরিকার্ডিয়াম
গ)
মায়োকার্ডিয়াম
ঘ)
পেরিট্রফিক
সঠিক উত্তর: (ঘ)
২২.
রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে
পারে না?
ক)
৭০ সেলিসয়াস
খ)
১২০ সেলিসয়াস
গ)
১৪০ সেলিসয়াস
ঘ)
২০০ সেলিসয়াস
সঠিক উত্তর: (গ)
২৩.
কোন ধরনের পানিতে হাইড্রা সংখ্যায় বেশি থাকে?
ক)
শীতল ও স্রোতহীন পানিতে
খ)
উষ্ণ ও স্রোতমুক্ত পানিতে
গ)
অর্ধপরিষ্কার ও উষ্ণ লোন পানিতে
ঘ)
যেকোনো লোনা পানিতে
সঠিক উত্তর: (ক)
২৪.
স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় কতবার মাইটোসিস বিভাজন
ঘটে?
ক)
এক
খ)
দুই
গ)
তিন
ঘ)
চার
সঠিক উত্তর: (খ)
২৫.
কোষীয় বিপাকের ফলে সৃষ্ট জর্জ্য পদার্থের নিষ্কাশন
প্রক্রিয়াকে কী বলে?
ক)
রেচন
খ)
সংবহন
গ)
প্রজনন
ঘ)
পরিপাক
সঠিক উত্তর: (ক)
২৬.
ঘাসফড়িং এর পরিপাকগ্রন্থি হিসেবে কাজ করে-
i. হেপাটিক সিকা
ii. গ্যাস্ট্রিক সিকা
iii. লালাগ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭.
কোনটি রুইমাছের হৃৎপিন্ডের আবরণী?
ক)
পেরিটোনিয়াম
খ)
এপিকার্ডিয়াম
গ)
ম্যায়োকার্ডিয়াম
ঘ)
পেরিকার্ডিয়াম
সঠিক উত্তর: (ঘ)
২৮.
ঘাসফড়িং-এর হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
ক)
২টি
খ)
৩টি
গ)
৫টি
ঘ)
৭টি
সঠিক উত্তর: (ঘ)
২৯.
Hydra-র এপিডার্মিস কত ধরনের কোষ নিয়ে গঠিত?
ক)
৩
খ)
৫
গ)
৭
ঘ)
৮
সঠিক উত্তর: (গ)
৩০.
কোন নদী থেকে রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা
হয়?
ক)
হালদা
খ)
যমুনা
গ)
পদ্মা
ঘ)
মেঘনা
সঠিক উত্তর: (ক)
৩১.
নিচের কোন প্রাণীতে বহি:নিষেক ঘটে?
ক)
রুই মাছ
খ)
ঘাসফড়িং
গ)
মানুষ
ঘ)
ব্যাঙ
সঠিক উত্তর: (ক)
৩২.
নিচের কোনটি ট্রিগারের মতো কাজ করে?
ক)
বার্ব
খ)
বাট
গ)
বার্বিউল
ঘ)
নিডোসিল
সঠিক উত্তর: (ঘ)
৩৩.
ঘাসফড়িং এর পশ্চাৎ পৌষ্টিকনালি ধারণ করে-
i. ইলিয়াম ও ইশ্চিয়াম
ii. ইলিয়াম ও কোলন
iii. মলাশয় ও পায়ুছিদ্র
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪.
জীবদেহে সংবহন প্রক্রিয়ায় পরিবাহিত হয়-
i. হরমোন
ii. উদ্দীপনা
iii. বর্জ্য পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫.
কোনটি ঘাসফড়িং এর পায়ের লম্বা, নলাকার ও দৃঢ় খন্ড?
ক)
কক্সা
খ)
টার্সাস
গ)
টিবিয়া
ঘ)
ফিমার
সঠিক উত্তর: (ঘ)
৩৬.
ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষির প্রতিটি একককে কী বলে?
ক)
স্ক্লেরাইট
খ)
কর্ণিয়া
গ)
রেটিনা
ঘ)
ওমাটিডিয়অম
সঠিক উত্তর: (ঘ)
৩৭.
ঘাসফড়িং এর মুখছিদ্রের আকৃতি কেমন?
ক)
লম্বাকার
খ)
গোলাকার
গ)
ডিম্বাকার
ঘ)
বেলনাকার
সঠিক উত্তর: (খ)
৩৮.
Hydra-র কর্ষিকার কাছে শিকার আসলে কোন নেমাটোসিস্টের
সূত্রক শিকারটির গায়ে প্রবেশ করায়?
ক)
পেনিট্রান্ট
খ)
ভলভেন্ট
গ)
স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
ঘ)
স্টেরিটোলিন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর: (ক)
৩৯.
বায়ুথলি কী ধরনের অঙ্গ হিসেবে কাজ করে?
ক)
উদস্থিতি অঙ্গ
খ)
শ্বসন অঙ্গ
গ)
প্রধান শ্বসন অঙ্গ
ঘ)
শ্রবণ অঙ্গ
সঠিক উত্তর: (ক)
৪০.
হাইড্রার পরিপাককৃত খাদ্য কোন প্রক্রিয়ায় বিভিন্ন
কোষে বাহিত হয়?
ক)
অভিস্রবণ
খ)
ব্যাপন
গ)
ইমবাইবিশন
ঘ)
সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৪১.
রুই মাছের হৃৎপিন্ড কতটি প্রকোষ্ঠবিশিষ্ট?
ক)
১
খ)
২
গ)
৩
ঘ)
৪
সঠিক উত্তর: (খ)
৪২.
নেমাটোসিস্টের নিচের প্রান্তে সুতার মতো প্যাঁচানো
কী বিদ্যমান?
ক)
বাট
খ)
বারবিউল
গ)
ল্যাসো
ঘ)
ভলভেন্ট
সঠিক উত্তর: (গ)
৪৩.
রুই মাছের ১০ দিনের ধানী পোনায়-
i. পরিপাকনালি পূর্ণ বিকশিত হয়
ii. যৌন পরিপক্কতা দেখা যায়
iii. পায়ুর অবস্থান বোঝা যায়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৪.
হাইড্রার খাদ্য পরিপাকে সহায়তা করে-
i. সিলেন্টরন
ii. পুষ্টিকোষ
iii. গ্রন্থিকোষ
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫.
ঘাসফড়িং এর ট্রাকিয়া হলো-
i. এক ধরনের বায়ুথলি
ii. সূক্ষ্ম ও স্থিতিস্থাপক
iii. এক্টোডার্মাল
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৬.
হাইড্রার খাদ্য গ্রহণের প্রধান অঙ্গ হলো-
i. কর্ষিকা
ii. হাইপোস্টোম
iii. নেমাটোসিস্ট কোষসমূহ
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৭.
কততম নিম্ফ দশায় ডানা সৃষ্টির সূত্রপাত ঘটে?
ক)
প্রথম
খ)
দ্বিতীয়
গ)
তৃতীয়
ঘ)
পঞ্চম
সঠিক উত্তর: (খ)
৪৮.
শ্বসনতন্ত্রের কোন অংশ বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে?
ক)
ট্রাকিয়া
খ)
ট্রাকিয়াল কান্ড
গ)
ট্রাকিওল
ঘ)
বায়ুথলি
সঠিক উত্তর: (ঘ)
৪৯.
Hydra-র দেহ পুনরুৎপত্তিতে সহায়ককারী কোষটি-
i. ক্ষুদ্র ও ডিম্বাকার
ii. দেখতে গোলাকার
iii. গুচ্ছাকারে বিদ্যমান থাকে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫০.
প্রতিটি ওয়াটিডিয়ামে কয়টি রেটিনুলার কোষ থাকে?
ক)
৩
খ)
৭
গ)
৮
ঘ)
১০
সঠিক উত্তর: (খ)
৫১.
হেপাটিক সিকার কাজ কোনটি?
ক)
পরিপাক এনজাইম ক্ষরণ করে
খ)
খাদ্য চূর্ণকরণে সাহায্য করে
গ)
খাদ্য চর্বণে সাহায্য করে
ঘ)
খাদ্য গলাকরণে সাহায্য করে
সঠিক উত্তর: (ক)
৫২.
ঘাসফড়িং এর দেহকে কতভাগে ভাগ করা যায়?
ক)
২
খ)
৩
গ)
৪
ঘ)
৫
সঠিক উত্তর: (খ)
৫৩.
প্রজনন ঋতুতে রুই মাছের শুক্রাশয় কী বর্ণ ধারণ করে?
ক)
বেগুনি
খ)
লাল
গ)
গোলাপি
ঘ)
হলুদ
সঠিক উত্তর: (গ)
৫৪.
হাইড্রার মুকুল পরিপক্ক হয়-
i. কর্ষিকা ও মুখছিদ্র গঠিত হলে
ii. পাদচাকতি ও কর্ষিকা গঠিত হলে
iii. হাইপোস্টোম ও মুখছিদ্র গঠিত হল
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৫.
কোনটি হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া?
ক)
লুপিং
খ)
সমারসল্টিং
গ)
গ্লাইডিং
ঘ)
ক্রলিং
সঠিক উত্তর: (খ)
৫৬.
জনন কোষ স্থানান্তরের সময় ঘাসফড়িং এর দেহ থেকে কোনটি
বাইরে নিক্ষিপ্ত হয়?
ক)
কিউটিকল
খ)
ফ্যাট বস্তু
গ)
ইউরিক এসিড
ঘ)
ইউরিয়া
সঠিক উত্তর: (গ)
৫৭.
খোলস বিমোচন কী ধরনের প্রক্রিয়া?
ক)
পরিপাক
খ)
শ্বসন
গ)
রেচন
ঘ)
রূপান্তর
সঠিক উত্তর: (গ)
৫৮.
ঘাসফড়িং এর কোন তন্ত্রটি ট্রাকিয়াল তন্ত্র নামে
পরিচিত?
ক)
পরিপাকতন্ত্র
খ)
রক্তসংবহনতন্ত্র
গ)
শ্বসনতন্ত্র
ঘ)
প্রজননতন্ত্র
সঠিক উত্তর: (গ)
৫৯.
সোহানার লক্ষ করা অঙ্গটি রুই মাছের-
i. ভারসাম্য রক্ষাকারী অঙ্গ
ii. সংবেদী কাজে লাগে না
iii. শব্দ তৈরির অঙ্গ হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬০.
zoochorella কী ধরনের শৈবাল?
ক)
সুবজ শৈবাল
খ)
নীলাভ সবুজ শৈবাল
গ)
লোহিত শৈবাল
ঘ)
বাদামি শৈবাল
সঠিক উত্তর: (ক)
৬১.
সংবেদি কোষগুলোর আকৃতি কোনটির ন্যায়?
ক)
মাকু
খ)
রিং
গ)
থালা
ঘ)
বেলন
সঠিক উত্তর: (ক)
৬২.
রুই মাছের মাথার ভেতরে কত জোড়া ফুলকা রয়েছে?
ক)
৩
খ)
৪
গ)
৫
ঘ)
৬
সঠিক উত্তর: (খ)
৬৩.
ঘাসফড়িং এর উদরের প্রথম খন্ডক-
i. পশ্চাৎবক্ষের সাথে যুক্ত থাকে
ii. কেবলমাত্র টার্গাম দ্বারা গঠিত
iii. এর উভয়পাশে টিম্পেনিক পর্দা থাকে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪.
ঘাসফড়িং এর ওয়াটিয়ামের কর্নিয়াজেন কোষদ্বয়ের নি:সরণ
দিয়ে কী সৃষ্টি হয়?
ক)
কর্নিয়া
খ)
ক্রিস্টালাইন কোন
গ)
রেটিন্যুলা
ঘ)
র্যাবডোম
সঠিক উত্তর: (ক)
৬৫.
দিনের বেলা ঘাসফড়িং এর পুঞ্জাক্ষিতে সৃষ্টি হয়-
i. অ্যাপোজিশন প্রতিবিম্ব
ii. সুপারপজিশন প্রতিবিম্ব
iii. মোজাইক প্রতিবিম্ব
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৬.
রুই মাছের আঁইশের উঁচু আলগুলোকে কী বলে?
ক)
ফোকাস
খ)
সার্কুলাস
গ)
সার্কল
ঘ)
লোকাস
সঠিক উত্তর: (খ)
৬৭.
রুই মাছের দেহকান্ডে কয়টি পাখনা থাকে?
ক)
২
খ)
৪
গ)
৫
ঘ)
৭
সঠিক উত্তর: (গ)
৬৮.
সন্ধ্যায় ঘাসফড়িং এর চোখে কোন প্রতিবিম্ব সৃষ্টি
হয়?
ক)
মোজাইক
খ)
অ্যাপোজিশন
গ)
সুপারজিশন
ঘ)
ডিরেক্ট
সঠিক উত্তর: (গ)
৬৯.
ঘাসফড়িং এর উদর কতটি খন্ডকের সমন্বয়ে গঠিত?
ক)
৫
খ)
৭
গ)
১১
ঘ)
১২
সঠিক উত্তর: (গ)
৭০.
ঘাসফড়িং এর পরিপাকনালির উভয় পাশে লালাগ্রন্থির সংখ্যা
কত?
ক)
একটি
খ)
এক জোড়া
গ)
তিনটি
ঘ)
দুই জোড়া
সঠিক উত্তর: (খ)
৭১.
হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
ক)
স্টিনোটিল
খ)
ভলভেন্ট
গ)
স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
ঘ)
স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
সঠিক উত্তর: (ঘ)
৭২.
ঘাসফড়িং-
i. তৃণভোজী প্রাণী
ii. এককভাবে বাস করতে পছন্দ করে
iii. অর্থ্রোপোডা পর্বের প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৩.
"ডিমারসাল' ডিমের বৈশিষ্ট্য কোনটি?
ক)
পানির উপর ভেসে থাকে
খ)
পানির উপরিস্তরের নিচে থাকে
গ)
পানির তলায় ডুবে থাকে
ঘ)
জলাশয়ের মধ্যস্তরে থাকে
সঠিক উত্তর: (গ)
৭৪.
ঘাসফড়িং এর ম্যান্ডিবলের পেছনে কোনটি অবস্থিত?
ক)
ম্যাক্সিলা
খ)
ল্যাবিয়াম
গ)
ল্যাব্রাম
ঘ)
হাইপোফ্যারিংক্স
সঠিক উত্তর: (ক)
৭৫.
রুই মাছের শিরাতন্ত্রে-
i. CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়
ii. বৃক্কীয় পোর্টালতন্ত্রের উপস্থিতিতে দেকা যায়
iii. সার্কুলাস সেফালিকাস নামক গঠন রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৬.
ট্রাকিয়া চুপসে যায় না কেন?
ক)
ভিত্তিঝিল্লির কারণে
খ)
এপিথেলিয়ামের কারণে
গ)
অস্টিয়া থাকার কারণে
ঘ)
টিনিডিয়া থাকার কারণে
সঠিক উত্তর: (ঘ)
৭৭.
ভারসাম্য রক্ষা ছাড়াও রুই মাছের বায়ুথলি কাজ করে-
i. শ্রবণ ও শব্দ তৈরির অঙ্গ হিসেবে
ii. খাদ্য পরিপাকের অঙ্গ হিসেবে
iii. শ্বসন ও সংবেদি অঙ্গ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৮.
নিচের কোন অঙ্গ বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভাসতে
সাহায্য করে?
ক)
হাইপোস্টোম
খ)
দেহকান্ড
গ)
নেমটোসিস্ট
ঘ)
পাদ-চাকতি
সঠিক উত্তর: (ঘ)
৭৯.
ঘাসফড়িং-এর ল্যাবিয়াল পাল্প কয়টি সন্ধিযুক্ত?
ক)
২টি
খ)
৩টি
গ)
৪টি
ঘ)
৫টি
সঠিক উত্তর: (খ)
৮০.
কোন নদীটি রুই মাচের অবাধ ও প্রাকৃতিক প্রজনন স্থল?
ক)
আড়িয়াল খাঁ
খ)
বুড়িগঙ্গা
গ)
হালদা
ঘ)
কর্ণফুলী
সঠিক উত্তর: (গ)
৮১.
ঘাসফড়িং এর খোলস বদলের প্রক্রিয়াকে কী বলা হয়?
ক)
মোল্টিং
খ)
ঢায়াপোজ
গ)
মেটামরফোসিস
ঘ)
রোটেসন
সঠিক উত্তর: (ক)
৮২.
নিডোসাইট কোষস্থ হিপনোটক্সিনের উপাদান হলো-
i. প্রোটিন
ii. ফেনল
iii. লিপিড
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
হাইড্রা সম্পর্কে পড়ার সময় রফিককে তার বাবা বললেন,
যে এর পেছনের প্রান্তে চ্যাপ্টা থালার মতো একটি অংশ রয়েছে। যার সাহায্যে হাইড্রা নিজেকে
কোনো তলের সালে আটকে রাখে।
৮৩.
রফিকের বাবা কোন অংশটির কথা বলেছেন?
ক)
হাইপোস্টোম
খ)
পাদচাকতি
গ)
কর্ষিকা
ঘ)
মুখছিদ্র
সঠিক উত্তর: (খ)
৮৪.
উদ্দীপকে উল্লেখিত কাজ ছাড়াও উক্ত অংশটি-
i. নতুন Hydra সৃষ্টি করে
ii. চলনে সহায়তা করে
iii. ভেসে থাকতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
প্রতিবার অনুশীলনের সময় অনলাইন
ঢাকা গাইড আপনাকে দিচ্ছে ভিন্ন ভিন্ন প্রশ্ন। সুতরাং যতবার খুশি ভিন্ন ভিন্ন প্রশ্নে
অনুশীলন করুন।
এইচ.এস.সি ||
জীববিজ্ঞান ২য়পত্র
অধ্যায় - ৩: মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ
১.
দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
ক)
লালাগ্রন্থি
খ)
যকৃত
গ)
অগ্ল্যাশয়
ঘ)
পিটুইটারি
সঠিক উত্তর: (খ)
২.
ভগ্ন্যাশয়ের অংশগুলো হলো-
i. মস্তক
ii. দেহ
iii. লেজ
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩.
পাকস্থলীর প্রাচীরে কোন কোষটি HCI নি:সৃত করে?
ক)
মিউকাস কোষ
খ)
পেপটিক কোষ
গ)
প্যারাইটাল কোষ
ঘ)
কার্ডিয়াক কোষ
সঠিক উত্তর: (গ)
৪.
সিগময়েড কোলন কোথায় দেখা যায়?
ক)
ডিওডেনামে
খ)
মলাশয়ে
গ)
ক্ষুদ্রান্তে
ঘ)
বৃহদান্ত্রে
সঠিক উত্তর: (ঘ)
৫.
কোন হরমোনটি পাচক রস নি:সরণ নিয়ন্ত্রণ করে?
ক)
থাইরক্ষিন
খ)
গ্যাসট্রিন
গ)
ইনসুলিন
ঘ)
ইস্টোজেন
সঠিক উত্তর: (খ)
৬.
মন্টোজ পরিপাক শেষে কীসে পরিণত হয়?
ক)
ফ্রুক্টোজ
খ)
গ্লুকোজ
গ)
ডেক্রট্রিন
ঘ)
টায়ালিন
সঠিক উত্তর: (খ)
৭.
লালারসে কোন এনজাইমটি পাওয়া যায়?
ক)
টায়ালিন
খ)
পেপসিন
গ)
রেনিন
ঘ)
জিলেটিনেজ
সঠিক উত্তর: (ক)
৮.
কোনটি দুধকে তাঞ্চিত করে?
ক)
লাইপেজ
খ)
সুক্রোজ
গ)
চায়লিন
ঘ)
কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: (ঘ)
৯.
পাকমন্ডের অম্লীয় অবস্থা দূরীভূত করণে সহায়তা করে-
i. মিউকাস রস
ii. অগ্ন্যাশয় রস
iii. পিত্তরস
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০.
বিলিভার্ডিন সৃস্টি হয় কোথায়?
ক)
পাকস্থলীতে
খ)
অগ্ন্যাশয়ে
গ)
বৃক্কে
ঘ)
যকৃতে
সঠিক উত্তর: (ঘ)
১১.
উত্তম ব্যায়াম হলো-
i. ভোরে হাঁটা
ii. সাইকেল চালানো
iii. সাঁতার কাটা
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২.
লোবিউলে থাকে অসংখ্য-
i. পিত্তনালি
ii. রক্তনালি
iii. যোজকনালি
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩.
পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে?
ক)
সেরোসা
খ)
মাসকিউলারিস মিউকোসা
গ)
সাব-মিউকোসা
ঘ)
মিউকোসা
সঠিক উত্তর: (ঘ)
১৪.
স্নেহ পদার্থ সঞ্চিত থাকে-
i. চাপড়ার নিচে
ii. পাকস্থলিতে
iii. যকৃতে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫.
মুখগহ্বরে সম্পন্ন হয়-
i. খাদ্য পরিপাক
ii. খাদ্য চর্বন
iii. খাদ্য গলাধ:করণ
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬.
নিস্ক্রিয় অঙ্গ কোনটি?
ক)
সিকাম
খ)
কোলন
গ)
মলাশয়
ঘ)
অ্যাপেনডিক্স
সঠিক উত্তর: (ঘ)
১৭.
ভিলাই কোথায় দেখা যায়?
ক)
পাকস্থলীতে
খ)
যকৃতে
গ)
ক্ষুদ্রান্ত্রে
ঘ)
বৃহদান্ত্রে
সঠিক উত্তর: (গ)
১৮.
পাকস্থলীর যে অংশে অন্ননালি উস্মুক্ত হয় তা হলো-
ক)
ঢান্ডাস
খ)
কার্ডিয়া
গ)
বড় বাঁক
ঘ)
ছোট বাঁক
সঠিক উত্তর: (খ)
১৯.
স্থূলতার কারণে সৃষ্ট একটি বিশেষ অস্বাভাবিকতা-
ক)
করোনারি হার্ট ডিজিজ
খ)
রক্তশূন্যতা
গ)
রেনাল ফেইলিওর
ঘ)
হাঁপানি
সঠিক উত্তর: (ক)
২০.
টায়ালিন স্টার্চকে ভেঙে কিসে পরিণত করে?
ক)
লাইপেজ
খ)
ট্রিপসিনে
গ)
মল্টোজ
ঘ)
গ্লুকোজ
সঠিক উত্তর: (গ)
২১.
মানুষের মুখবিবরে কয়জোড়া লালাগ্রন্থি থাকে?
ক)
তিন জোড়া
খ)
চার জোড়া
গ)
পাঁচ জোড়া
ঘ)
দুই জোড়া
সঠিক উত্তর: (ক)
২২.
খাবার থেকে প্রাপ্ত অ্যামাইনো এসিডে পাওয়া যায়-
i. গ্লিসারল
ii. অ্যালবুমিন
iii. গ্লোবিউলিন
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩.
ক্ষুদ্রান্ত্রকে কয়টি অংশে ভাগ করা হয়?
ক)
২
খ)
৩
গ)
৪
ঘ)
৫
সঠিক উত্তর: (খ)
২৪.
অগ্ন্যাশয় হতে নি:সৃত এনজাইমসমূহ অগ্ন্যাশয়নালির
মাধ্যমে কোথায় প্রবেশ করে?
ক)
ক্ষুদ্রান্তে
খ)
ডিওডেনামে
গ)
বৃহদান্ত্র
ঘ)
পিত্তাশয়ে
সঠিক উত্তর: (খ)
২৫.
অঙ্গাণুটিকে জীবন সমুদ্রের কেন্দ্রে কী থাকে?
ক)
হৃৎপিন্ড
খ)
অগ্ন্যাশয়
গ)
যকৃত
ঘ)
ফুসফুস
সঠিক উত্তর: (গ)
২৬.
মাছ, মাংস জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম হলো-
i. কোলাজিনেজ
ii. ট্রাইপেপটাইডেজ
iii. ফসফোলাইপেজ
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭.
দেহের কোথায় অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস?
ক)
ফুসফুসে
খ)
যকৃতে
গ)
অগ্ন্যাশয়ে
ঘ)
ইলিয়ামে
সঠিক উত্তর: (গ)
২৮.
কোনটির কার্যক্রমের ফলে কোলনে কয়েক ধরনের ভিটামিন
ও গ্যাস তৈরি হয়?
ক)
মিউকাস রস
খ)
ব্যাকটেরিয়া
গ)
অ্যাপেনডিক্স
ঘ)
গোলকৃমি
সঠিক উত্তর: (খ)
২৯.
প্রাপ্তবয়স্কদের প্রত্যেক চোয়ালে কয়টি দাঁত থাকে?
ক)
১৭টি
খ)
১৮টি
গ)
১৬টি
ঘ)
২০টি
সঠিক উত্তর: (গ)
৩০.
Pancreozymin-এর অপর নাম কী?
ক)
সিক্রেটিন
খ)
গ্যাস্ট্রিন
গ)
কোলেসিক্টোকাইনিন
ঘ)
ইনসুলিন
সঠিক উত্তর: (গ)
৩১.
যকৃতে কত দিন জীবনকালের লোহিত কণিকার ভাঙ্গন ঘটে?
ক)
৭৫
খ)
৮০
গ)
১২০
ঘ)
১৮০
সঠিক উত্তর: (গ)
৩২.
অন্ননালি ও পাকস্থলীর সংযোগস্থলের পেশিবলয়কে কী
বলা হয়?
ক)
কার্ডিয়াক ছিদ্র
খ)
ফান্ডাস
গ)
কার্ডিয়াক স্ফিংটার
ঘ)
কার্ডিয়াক পাকস্থলী
সঠিক উত্তর: (গ)
৩৩.
ক্ষুদ্রান্ত্রের ভিলাই অবস্থান করে-
i. মিউকোসা স্তরে
ii. জেজুনাম অংশে
iii. ইলিয়াম অংশে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪.
যকৃত সহযোগিতা করে-
i. লোহিত কণিকা ভাঙনে
ii. কোষ ভাঙনে
iii. হিমোগ্লোবিন ভাঙনে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫.
বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটি?
ক)
ক্ষুদ্রান্ত
খ)
বৃহদন্ত্র
গ)
যকৃত
ঘ)
অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (ঘ)
৩৬.
শর্করা বিপাককারী এনজাইম কোনটি?
ক)
লাইপেজ
খ)
পেপসিন
গ)
এমাইলেজ
ঘ)
রেনিন
সঠিক উত্তর: (গ)
৩৭.
আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে-
ক)
এনজাইম
খ)
HCI
গ)
গ্যাস্ট্রিক হরমোন
ঘ)
কাইম
সঠিক উত্তর: (গ)
৩৮.
লালারসে কত ভাগ ইলেকট্রোলাইট ও প্রোটিন থাকে?
ক)
১ ভাগ
খ)
১.৫ ভাগ
গ)
০.৫ ভাগ
ঘ)
০.২ ভাগ
সঠিক উত্তর: (গ)
৩৯.
যেসব কোষ থেকে লালারস ক্ষরিত হয়-
i. সেরাস কোষ
ii. যকৃত কোষ
iii. মিউকাস কোষ
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০.
আন্ত্রিক পর্ব কোথায় সংঘটিত হয়?
ক)
বৃহদন্ত্রে
খ)
পাকস্থলীতে
গ)
ক্ষুদ্রান্তে
ঘ)
যকৃতে
সঠিক উত্তর: (গ)
৪১.
যকৃতকে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়।
এর-
i. গঠন ত্রিকোণাকার
ii. চারটি অসম্পূর্ণ খন্ড রয়েছে
iii. বাম খন্ডটি সবচেয়ে বড়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২.
চর্বিকে ফ্যাটি এসিডে পরিণত করে কোনটি?
ক)
ইনসুলিন
খ)
ট্রিপসিন
গ)
লাইপেজ
ঘ)
মল্টোজ
সঠিক উত্তর: (গ)
৪৩.
কোনটি পানিতে দ্রবণীয় বটিামিন?
ক)
A
খ)
D
গ)
C
ঘ)
K
সঠিক উত্তর: (গ)
৪৪.
অতিরিক্ত মেদের কারণে কত ভাগ পুরুষের ডায়াবেটিস
হয়?
ক)
৬০ ভাগ
খ)
৬৪ ভাগ
গ)
৭০ ভাগ
ঘ)
৭৫ ভাগ
সঠিক উত্তর: (খ)
৪৫.
সায়েম যে খাবার গ্রহণ করলো তার বেশিরভাগই ক্ষুদ্রান্ত্রে
শোষিত হয়-
i. গ্লুকোজ হিসেবে
ii. গ্যালাকটোজ হিসেবে
iii. ফ্লুক্টোজ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬.
যকৃতে RBC-এর হিমোগ্লোবিন ভেঙে সৃষ্টি হয়-
i. বিলিরুবিন
ii. বিলিভার্ডিন
iii. এরাইথ্রোসাইট
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭.
পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হতে পারে-
i. পানি
ii. খনিজ লবণ
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৮.
অ্যাসিনাস কোথায় দেখা যায়?
ক)
পাকস্থলীতে
খ)
ক্ষুদ্রান্ত্রে
গ)
বৃক্কে
ঘ)
অগ্ন্যাশয়ে
সঠিক উত্তর: (ঘ)
৪৯.
গ্যাস্ট্রিক রস নি:সিরণের ধাপসমূহ হলো-
i. সেফালিক পর্যায়
ii. গ্যাস্ট্রিক পর্যায়
iii. আন্ত্রিক পর্যায়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০.
লালারসে কী এনজাইম পাওয়া যায়?
ক)
লাইপেজ
খ)
ট্রিপসিন
গ)
টায়ালিন
ঘ)
মল্টেোজ
সঠিক উত্তর: (গ)
৫১.
যকৃতের অসুখ হিসেবে কোনটি দেখা দেয়?
ক)
পেট ব্যথা
খ)
বমি
গ)
জন্ডিস
ঘ)
মাথাঘোরা
সঠিক উত্তর: (গ)
৫২.
পাকরসে কত ভাগ পানি থাকে?
ক)
৯৫ ভাগ
খ)
৯৯.৪৫ ভাগ
গ)
৯৮.২ ভাগ
ঘ)
০০.২ ভাগ
সঠিক উত্তর: (খ)
৫৩.
আমাদের দেহের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনরূপে সঞ্চিত
থাকে দেহের কোন অংশে?
ক)
অগ্ন্যাশয়ে
খ)
যকৃতে
গ)
বৃহদন্ত্রে
ঘ)
ক্ষুদ্রান্ত্রে
সঠিক উত্তর: (গ)
৫৪.
এনটোরিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে কোনটিকে?
ক)
হৃদপেশি
খ)
পৌষ্টিকনালি
গ)
ফুসফুস
ঘ)
অনৈচ্ছিক পেশি
সঠিক উত্তর: (খ)
৫৫.
বৃহদান্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত?
ক)
পাঁচটি
খ)
সাতটি
গ)
ছয়টি
ঘ)
চারটি
সঠিক উত্তর: (গ)
৫৬.
পাকস্থলীর দুর্বল পেরিস্টালটিক সংকোচনমূলক ঢেউকে
কী বলা হয়?
ক)
মিশ্রণ ঢেউ
খ)
তড়িৎ ঢেউ
গ)
ক্রমপ্রসারণ ঢেউ
ঘ)
প্রচলন ঢেউ
সঠিক উত্তর: (ক)
৫৭.
শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজম রূপান্তরকে কী বলে?
ক)
পরিপাক
খ)
শোষণ
গ)
শ্বসন
ঘ)
আত্তীকরণ
সঠিক উত্তর: (ঘ)
৫৮.
লালাগ্রন্থি নি:সৃত রসের প্রকৃতি হলো এটি-
i. গন্ধ ও স্বাদবিহীন
ii. স্বচ্ছ ও সামান্য অম্লীয়
iii. পিচ্ছিল তরল
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৯.
বৃহদন্ত্রের প্রধান কাজ হলো-
i. ফসফোলিপিড জাতীয় খাদ্য পরিপাক করা
ii. পাকমন্ড হতে অবশিষ্ট পানি ও আয়ন শোষণ করা
iii. মল নিষ্কাশিত না হওয়া পর্যন্ত ধারণ করা
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬০.
পাকস্থলীতে বেসিক ইলেকট্রিক্যাল রিদম-
i. পরিপাক নালির গাত্র হতে সৃষ্টি হয়
ii. স্বত:স্ফূর্তভাবে প্রবাহিত হয়
iii. মিশ্রণ ঢেউ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬১.
নিচের কোনটি পরিস্যাকারাইড?
ক)
স্টার্চ
খ)
সুক্রোজ
গ)
ল্যাকটোজ
ঘ)
গ্লুকোজ
সঠিক উত্তর: (ক)
৬২.
অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটি?
ক)
বৃক্ক
খ)
যক্রত
গ)
পাকস্থলী
ঘ)
অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (ঘ)
৬৩.
মানুষের আবেগ নিয়ন্ত্রণে অন্যতম ভূমিকা পালন করে
কোনটি?
ক)
ব্রেইন স্টেম
খ)
অ্যামিগডালা
গ)
সেরেবেলাম
ঘ)
মেডুলা অবলংগাটা
সঠিক উত্তর: (খ)
৬৪.
স্থুলতা প্রতিরোধের প্রধান ব্যবস্থা কোনটি?
ক)
বেশি ঘুমানো
খ)
তেলযুক্ত খাবার খাওয়া
গ)
সুষম খাবার পরিমিত মাত্রায় খাওয়া
ঘ)
ব্যায়াম করা
সঠিক উত্তর: (গ)
৬৫.
ক্ষুদ্রান্ত্র সাধারণত কোন প্রক্রিয়ায় আয়ন শোষণ
করে?
ক)
অভিস্রবণ
খ)
সক্রিয় পরিবহণ
গ)
ব্যাপন
ঘ)
নিষ্ক্রিয় পরিবহন
সঠিক উত্তর: (খ)
৬৬.
মলাশয়ে উন্মুক্ত হয় কোনটি?
ক)
নিম্নগামী কোলন
খ)
অণুপ্রস্থ কোলন
গ)
সিগময়েড কোলন
ঘ)
সিকাম
সঠিক উত্তর: (গ)
৬৭.
রাজনের বয়স ২৫ বছর। তার কতটি কর্তন দাঁত রয়েছে?
ক)
২
খ)
৪
গ)
৬
ঘ)
৮
সঠিক উত্তর: (ঘ)
৬৮.
কোনটি বিপাকীয় শক্তিকে প্রভাবিত করে?
ক)
লিউকেমিয়া
খ)
গাট ফ্লোরা
গ)
স্থূলতা
ঘ)
হাঁপানি
সঠিক উত্তর: (খ)
৬৯.
যকৃত কতটি অসম্পূর্ণ খন্ড নিয়ে গঠিত?
ক)
২
খ)
৩
গ)
৪
ঘ)
৫
সঠিক উত্তর: (গ)
৭০.
কোনো পরিপাক ও শোষণ ক্রিয়া সম্পন্নকারী তন্ত্রসমূহ
হলো-
i. রেচনতন্ত্র
ii. পৌষ্টিকতন্ত্র
iii. পরিপাকতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭১.
Oranic Laboratory কাকে বলে?
ক)
অগ্ন্যাশয়কে
খ)
পাকস্থলীকে
গ)
যকৃতকে
ঘ)
বৃক্ককে
সঠিক উত্তর: (গ)
৭২.
রহিম সাহেব একজন স্কূলকায় মানুষ। তার স্থূলতার জন্য
যেসব রোগের প্রকোপ বেড়ে যেতে পারে সেগুলো হলো-
i. হৃদরোগ
ii. ডায়াবেটিস
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩.
কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়?
ক)
বৃক্কে
খ)
অগ্ন্যাশয়ে
গ)
বৃহদন্ত্রে
ঘ)
যকৃতে
সঠিক উত্তর: (ঘ)
৭৪.
নিচের কোনটি জটিল শর্করা?
ক)
লিমিট ডেক্সট্রিন
খ)
মলটেোট্রায়োজ
গ)
মন্টাজ
ঘ)
স্টার্চ
সঠিক উত্তর: (ঘ)
৭৫.
অগ্ন্যাশয় কোষগুলোর মধ্যে রয়েছে-
i. বায়ুথলি
ii. রক্তানালি
iii. অগ্ন্যাশয় নালি
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৬.
চর্বণ প্রক্রিয়ার সাথে জড়িত-
i. চর্বণ প্রতিবর্তী ক্রিয়া
ii. হাইপোথ্যালামাস
iii. অ্যামিগডালা
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭.
পরিপাক ও শোষণ কার প্রধান কাজ?
ক)
যকৃতের
খ)
পাকস্থলীর
গ)
ক্ষুদ্রান্ত্রের
ঘ)
বৃহদন্ত্রের
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
আমরা প্রতিদিন খাদ্য হিসেবে মাছ, মাংস, ডিম, ডাল,
বাদাম, শিমের বিচি গ্রহণ করে থাকি। এসব খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধি ও দেহ গঠনে সহায়তা
করে।
৭৮.
উল্লিখিত খাদ্যগুলোর প্রধান উপাদান কী?
ক)
অ্যালবুনিন ও গ্লোবিউলিন
খ)
কোলাজেন ও জিলাটিন
গ)
ট্রিপসিন ও মিউসিন
ঘ)
কেসিন ও অ্যালবুমিন
সঠিক উত্তর: (ক)
৭৯.
অগ্ন্যাশয় রস এসব খাদ্যকে পরিণত করে-
i. পলিপেপটাইডে
ii. প্যারাকেসিনে
iii. অ্যামাইনো এসিডে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)