জীববিজ্ঞান ২য়পত্র
অধ্যায় - ১: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
১.কোনটি দ্বিস্তরী প্রাণীর উদাহরণ?
ক) Taenia
solium খ) Obelia
geniculata
গ) Ascaris
tumbricoides ঘ) Octopus vulgaris
সঠিক উত্তর: (খ)
২. বর্গের অধীনে কোনটি থাকে?
ক) গোত্র
খ) গণ গ) শ্রেণি ঘ)পর্ব
সঠিক উত্তর: (ক)
৩. কোন পর্বের সকল প্রাণীই দ্বিস্তরবিশিষ্ট?
ক) Porifera খ) Nematoda
গ) Cnidaria ঘ) Chordata
সঠিক উত্তর: (গ)
৪. প্রাণিবৈচিত্র্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ-
ক) বাস্ততন্ত্রের সাম্যাবস্থা বজায় রাখা
খ) পরিবেশে প্রাণীর ভারসাম্য রক্ষা করা
গ) মানুষে প্রয়োজনীয় প্রাণী খুঁজে পাওয়া
ঘ) মানুষকে আনন্দ দেওয়া
সঠিক উত্তর: (খ)
৫. অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক)শিখা কোষ খ) মালপিজিয়ান নালিকা
গ) নেফ্রিডিয়া ঘ) ত্বক
সঠিক উত্তর: (গ)
৬.Vertebrata উপপর্বে-
i. সংকোচনশীল হৃৎপিন্ড দেখা যায়
ii. বন্ধ রক্তসংবহনতন্ত্র পাওয়া যায়
iii. আজীবন নটোকর্ড উপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭.হিলোসিল পাওয়া যায়-
ক) তেলাপোকা খ) ব্যাঙ গ) হাইড্রা ঘ) মাছ
সঠিক উত্তর: (ক)
৮. অ্যামোসিট কী?
ক) মৎস্যগোষ্ঠী খ) লার্ভা
গ) ফুলকারন্ধ্র ঘ) রোটিনময় দাঁত
সঠিক উত্তর: (খ)
৯. Aves শ্রেণির প্রাণীতে পাওয়া যায়-
i. দন্তযুক্ত চোয়াল
ii. বায়ু গহ্বরপূর্ণ হালকা অস্থি
iii. প্রলম্বিত লেজ ও গ্রিবা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii
ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. কোনটি দ্বি-অরীয় প্রতিসাম্যের অন্তর্গত?
ক) Volvox খ) Hydra গ) Anthozoa ঘ)Spongilla
সঠিক উত্তর: (গ)
১১.দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়-
i. Platyhelminthes পর্বের প্রাণীতে
ii. Arhopoda পর্বের প্রাণীতে
iii. Chordata পর্বের প্রাণীতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)i ও iii গ) ii ও iii ঘ) i,
ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২.কোষের সংখ্যার ভিত্তিতে প্রাণিজগতকে কয় ভাগে
ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)
১৩. কোন পর্বের প্রজাতিতে মাইকোফাইলেরিয়া লার্ভা
দশা দেখা যায়?
ক) Porifera খ) Annelida
গ) Cnidaria ঘ) Nematoda
সঠিক উত্তর: (ঘ)
১৪.গ্যাস্ট্রোবাস্কুলার গহ্বর দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে?
ক) Nematoda খ) Playhelminthes
গ) Cnidaria ঘ)Mollusca
সঠিক উত্তর: (গ)
১৫.দোয়েলের হৃৎপিন্ড কয় প্রকোষ্টবিশিষ্ট?
ক) ৮ খ) ২ গ) ৪ ঘ) ৬
সঠিক উত্তর: (গ)
১৬.বহুসদস্যদের মৌলিক একক কী?
ক) সিলেন্টেরণ খ) কর্ষিকা
গ) পলিপ ঘ) পলিপ ও মেডুসা
সঠিক উত্তর: (ঘ)
১৭.কোন পর্বের অধিকাংশ প্রাণী সিস্ট নামক আবরণ গঠন করে?
ক) সার্কোম্যাস্টিগোফোরা খ) সিলিওফোরা
গ) অ্যাসেটোস্পেরো ঘ) অ্যাসেটোস্পেরো
সঠিক উত্তর: (ক)
১৮.কর্ডাটা পর্ব কতটি উপপর্বে বিভক্ত?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)
১৯.Taenia solium জীবটির-
i. দ্বিস্তরী ভ্রুণ বিদ্যমান
ii. রেচনতন্ত্র শিখা কোষ বিশিষ্ট
iii. পৌষ্টিকনালি অসম্পূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০.অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটি?
ক) Metaphire posthuma (কেঁচো)
খ) Ascaris lumbricoides (গোলাকৃমি)
গ) Tasciola hepatica (যকৃতকৃমি)
ঘ) Unio marginalis (ঝিনুক)
সঠিক উত্তর: (খ)
২১.জেলিফিস কোন পর্বের প্রাণী?
ক)মোলাস্কা খ) আর্থ্রোপোডা
গ) প্লাটিহেলমিনথিস ঘ) নিডারিয়া
সঠিক উত্তর: (ঘ)
২২.লিনিয়াস প্রাণী শ্রেণিবিন্যাস-এ কতটি Taxon ব্যবহার
করেন?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬
সঠিক উত্তর: (গ)
২৩.অসংখ্য নিডোসাইট ধারণকারী কোষ পাওয়া যায় কোন
পর্বে?
ক) Porifera খ) Platyhelminthes
গ) Nematoda ঘ) Cnidaria
সঠিক উত্তর: (ঘ)
২৪.অন্ড-জরায়ুজ প্রাণী কোনটি?
ক) মাছ খ) পাখি গ) হাঙ্গর ঘ) সাপ
সঠিক উত্তর: (গ)
২৫.কোন উপপর্বের প্রাণীরা উপকূলীয় পানির বালুময়
তলদেশে বাস করে?
ক) Urochordata খ) Cephalochordata
গ) Vertebrata ঘ) Gnathostomata
সঠিক উত্তর: (খ)
২৬.কোন পাণীটি পাথরের নিচে বা মাটিতে গর্ত খুঁড়ে
বসবাস করে?
ক) Metaphire poshuma খ) Acaris
humbicodies
গ) Loa loa ঘ) Fasciola hepatica
সঠিক উত্তর: (ক)
২৭.কোনটি রক্তকৃমি?
ক) Schistosoma Nansoni খ) Faschola hepatica
গ) Tecnia solum ঘ) Taenia saginata
সঠিক উত্তর: (গ)
২৮.কোন ধরনের প্রতিসাম্যতায় কোনো প্রাাণিদেহকে কেন্দ্রের মধ্য দিয়ে যেকোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়?
ক) বর্তুলাকার খ) অরীয়
গ) দ্বি-পার্শ্বীয় ঘ) দ্বি-অরীয়
সঠিক উত্তর: (ক)
২৯.কোন পর্বে অপ্রকৃত সিলোমেট প্রাণীদের সংখ্যা সর্বাধিক?
ক) Mollusca খ) Nematoda
গ) Cnidaria ঘ) Annelida
সঠিক উত্তর: (খ)
৩০.ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে?
ক) Cnidaria খ) Arthopoda
গ) Platyhelminthes ঘ) Chordata
সঠিক উত্তর: (গ)
৩১.Vertebrata উপপর্বে কতগুলো শ্রেণি রয়েছে?
ক) খ) ৯ গ) ১০ ঘ) ১২
সঠিক উত্তর: (খ)
৩২.Porifera পর্বের প্রাণীদের-
i. দেহে অসংখ্য ছিদ্র থাকে
ii. দেহ কিউটিকল দ্বারা আবৃত
iii. দেহাভ্যন্তরে নালিতন্ত্র বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩.কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত?
ক) Annelida খ) Cnidaria
গ) Nemaloda ঘ) Porifera
সঠিক উত্তর: (ঘ)
৩৪.কোন পর্বের সকল সদস্য কাঁটাময় ত্বকবিশিষ্ট্য
ক) Molluca Annelida
গ) Echinodermata ঘ) Cnidaria
সঠিক উত্তর: (গ)
৩৫.বর্তমানে পৃথিবীতে কতটি হটস্পট রয়েছে?
ক) ১৮টি ১০৫টি
গ) ২৫টি ঘ) ৯৬টি
সঠিক উত্তর: (গ)
৩৬.শিখা কোষ কোন পর্বের বৈশিষ্ট্য?
ক) পরিফেরা খ) আর্থ্রোপোডা
গ) প্লাটিহেলমিনথিস ঘ) অ্যানিলিডা
সঠিক উত্তর: (গ)
৩৭.মধ্যকর্ণে কয়টি ক্ষুদ্রাস্থি থাকে?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ)
৩৮.অক্টোপাস এর বৈজ্ঞানিক নাম কী?
ক) Loligo duvaucelli Octopus marginalis
গ) Octopus burnesi ঘ) Octopus macropus
সঠিক উত্তর: (ঘ)
৩৯.ফুলকা ও ম্যান্টল পর্দা দ্বারা শ্বসনকার্য সম্পন্ন
করে কোন পর্বের প্রাণীরা?
ক) Platyhelminthes খ) Nematoda
গ) Mollusca ঘ) Arthopoda
সঠিক উত্তর: (গ)
৪০.কোন প্রাণীটির দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বর্তমান?
ক) অক্টোপাস খ) আরশোলা
গ) হাইড্রা ঘ) অ্যাসিডিয়া
সঠিক উত্তর: (খ)
৪১.অসমরূপ খন্ডকায়ন কোন প্রাণীর বৈশিষ্ট্য?
ক) কেঁচো খ) জোঁক গ)ফিতাকৃমি ঘ) মানুষ
সঠিক উত্তর: (ঘ)
৪২.সরিসৃপ প্রাণীদের শ্বসন অঙ্গ কোনটি?
ক) ত্বক খ) ফুসফুস
গ) ফুলকা ঘ) মিউকাস ঝিল্লি
সঠিক উত্তর: (খ)
৪৩.কোনটি অপ্রতিসাম্য প্রাণী?
ক) Bufo melonostictus Homo sapiens
গ) Aurelia aurita ঘ) Chiona celata
সঠিক উত্তর: (ঘ)
৪৪.কোনটি জীবন্ত জীবশ্ম?
ক) মাকড়সা খ) অক্টোপাস
গ) রাজ কাঁকড়া ঘ) কচ্ছপ
সঠিক উত্তর: (গ)
৪৫.কর্ডাটা পর্বের নার্ভকর্ড পরিবর্তিত হয়ে কোনটি গঠন করে?
ক) Porifera খ) Cnidaria
গ) Echinodermata ঘ) Annelida
সঠিক উত্তর: (গ)
৪৬.মাকড়সায় কয়টি 'Tagmata' পরিলক্ষিত হয়?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৬টি
সঠিক উত্তর: (ক)
৪৭.শ্রেণি-A এর প্রাণীদের-
i. দেহ লোম দ্বারা আবৃত
ii. অন্ত:কঙ্কাল অস্থি দ্বারা গঠিত
iii. রেচন ও জনন ছিদ্র অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৮.'শিখাকোষ' কোন পর্বের বৈশিষ্ট্য?
ক) Plathyhelminthes খ) Nematoda
গ) Annelida ঘ) Porifera
সঠিক উত্তর: (ক)
৪৯.কোনটি থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়?
ক) ফুলকারন্ধ্র খ) নটোকার্ড
গ) স্নায়ুরজ্জু ঘ) এন্ডোস্টাইল
সঠিক উত্তর: (ঘ)
৫০.প্রতিসম প্রাণিদেহকে এক বা একাধিক তলে বিভক্ত
করলে কেমন হবে?
ক) অসমান ও সাদৃশ খ) সমান ও সদৃশ
গ) সমান ঘ) সদৃশ
সঠিক উত্তর: (খ)
৫১.কোন পূর্ণাঙ্গ প্রাণীটি নিশ্চল?
ক) Doliolum ranum খ) Rana tigrina
গ) Ascidia mentula ঘ) Myxine glutinosa
সঠিক উত্তর: (গ)
৫২.তারামাছ ও সমুদ্র শশার-
i. দেহত্বক কাটাযুক্ত
ii. দেহ সাতটি ভাগে বিভক্ত
iii. পানি সংবহনতন্ত্র উপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৩.ক্যারোলাস লিনিয়াস প্রাণিজগতকে কয়টি দলে ভাগ
করেন?
ক) ৩টি খ) ৫টি গ) ২টি ঘ) ৪টি
সঠিক উত্তর: (ক)
৫৪.প্রাণীর জাতিতত্ত্ব জানতে কোনটির প্রয়োজন?
ক) কোষবিদ্যা খ) অভিব্যক্তি
গ) শ্রেণিবিন্যাস ঘ) প্রাণরসায়ন
সঠিক উত্তর: (গ)
৫৫.ব্যাঙ কোন শ্রেণির প্রাণী?
ক) Mammalia খ) Aves
গ) Amphibia ঘ) Reptilia
সঠিক উত্তর: (গ)
৫৬.যেকোন প্রাণী সম্পর্কে নিখুঁত ও বিজ্ঞানসম্মত
জ্ঞান লাভ করা যায় কোনটির মাধ্যমে?
ক) শ্রেণিবিন্যাস খ) অভিব্যক্তি
গ) বাস্তুসংস্থান ঘ) জিনতত্ত্ব
সঠিক উত্তর: (ক)
৫৭.কোন প্রাণীর দেহে অস্ট্রিয়া নামক অসংখ্য ক্ষুদ্র
ছিদ্র বিদ্যমান?
ক) Hydra খ) Spongilla
গ) Obelia ঘ) Octopus
সঠিক উত্তর: (খ)
৫৮.'বায়ুথলি' পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?
ক) Aves খ) Reptilia
গ) Amphibia ঘ) Mammalia
সঠিক উত্তর: (ক)
৫৯.চোখ কৃমির বৈজ্ঞানিক নাম কী?
ক) Culex piptens খ) Ancylostoma duodenale
গ) Loa loa ঘ) Ascaris lumbricodies
সঠিক উত্তর: (গ)
৬০.শ্রেণিবিন্যাস করা হয়-
i. প্রাণীর আচরণ ও স্বভাব জেনে
ii. প্রাণীর বাসস্থান জেনে
iii. জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬১.শ্রেণিবিন্যাসের একটি ধাপ হলো পর্ব, যা-
i. একাধিক শ্রেণি নিয়ে গঠিত
ii. শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ ধাপ
iii. একাধিক গণের সমন্বয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬২.কোন পর্বের প্রাণীতে সন্ধিযুক্ত পা দেখা যায়?
ক) আর্থ্রোপোডা খ) মলাস্কা
গ) অ্যানিলিডা ঘ) একইনোডার্মাটা
সঠিক উত্তর: (ক)
৬৩.কেঁচোর প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক) নেফ্রন খ) নেফ্রিডিয়া
গ) অস্টিয়া ঘ) সিলেন্টেরন
সঠিক উত্তর: (খ)
৬৪.কবুতরের বৈজ্ঞানিক নাম কী?
ক) Columba livia খ) Fasciola Hepatica
গ) Taenia solium ঘ) Bos indicus
সঠিক উত্তর: (ক)
৬৫.নিম্নশ্রেণির অমেরুদন্ডী প্রাণীর পর্ব কোনটি?
ক) পরিফেরা খ) প্লাটিহেলমিনথিস
গ) নেমাটোডা ঘ) অ্যানিলিডা
সঠিক উত্তর: (ক)
৬৬.কোনটি সমুদ্র শশা এর বৈজ্ঞানিক নাম?
ক) Holothuria impatiens খ) Ascidia
mentula
গ) Cucumaria planci ঘ) Antedon
bifuda
সঠিক উত্তর: (ক)
৬৭.এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়-
i. পৌষ্টিকতন্ত্র
ii. সংবহনতন্ত্র
iii. শ্বসনতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৮.পরিফেরা জগতের প্রাণীরা-
i. স্পঞ্জ নামে পরিচিত
ii. মূলত মরুজীবী
iii. সুগঠিত অঙ্গ ও অস্ত্রবিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৯.Chondrichthyes শ্রেণির প্রাণীদের-
i. সাইক্লয়েড আঁইশ থাকে
ii. লেজ হেটেরোসার্কাল
iii. ফুলকারন্ধ্র উন্মুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও
iii
সঠিক উত্তর: (গ)
৭০.
শিখা কোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য?
ক)
আরশোলা
খ)
কেঁচো
গ)
ফিতাকৃমি
ঘ)
জেলিফিশ
সঠিক উত্তর: (গ)
৭১.
Agnatha অধিশ্রেণির অধীনে কয় ধরনের মৎসশ্রেণি রয়েছে?
ক) ৪ খ) ৩ গ) ২ ঘ) ৫
সঠিক উত্তর: (গ)
৭২.প্রাণীদের শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে?
ক) রাদার ফোড খ) অ্যারিস্টটল
গ) লিনিয়াস ঘ) জন রে
সঠিক উত্তর: (গ)
৭৩.কোন শ্রেণির প্রাণীদের পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল
ধরনের?
ক) Actinopteygii খ) Sarcopteygii
গ) Chondrichthyes ঘ) Myxini
সঠিক উত্তর: (খ)
৭৪.লার্ভা দশায় ফুলকা ও পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা
শ্বসন সম্পন্ন করে কোন শ্রেণির প্রাণীরা?
ক) Amphibia খ) Reptilia
গ) Aves ঘ) Mammalia
সঠিক উত্তর: (ক)
৭৫.Platyhelminthes পর্বের প্রাণীদের রেচনতন্ত্রের
একক কোনটি?
ক) শিখা কোষ খ) নেফ্রন
গ) ম্যান্টল ঘ) মালপিজিয়ান নালিকা
সঠিক উত্তর: (ক)
৭৬.প্রাণিজগতের বৃহত্তম পর্বের নাম কী?
ক) Mulluca খ) Porifera
গ) Arithopoda ঘ) Annelida
সঠিক উত্তর: (গ)
৭৭.নেমোটোডা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে, এদের-
i. পৌষ্টিকনালি মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত
ii. যৌন দ্বিরুপতা দেখা যায়
iii. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৮.এক্স-সিটু সংরক্ষণের উপযুক্ত স্থান-
i. পোলেন ব্যাংক
ii. চিড়িয়াখানা
iii. সাফারী পার্ক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও
iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৯.প্রাণিবিদ্যার জনক কে?
ক) লিনিয়অস হায়ারার্কি খ) থিওফ্রাস্টাস
গ) ক্যারোলাস লিনিয়াস ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (ঘ)
৮০.প্রাণীকে লিোমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির
ওপর নির্ভর করে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৮১.তরুণাস্থি নির্মিত অন্ত:কঙ্কাল দেখা যায় কোন
পর্বে?
ক) Actinopterygii খ) Sarcopterygii
গ) Chondrichthyes ঘ) Amphibia
সঠিক উত্তর: (গ)
৮২.অস্টিয়াম পাওয়া যায় কোন পর্বে?
ক) Cnidaria খ) Porifera
গ) Platyhelminthes ঘ) Arthopoda
সঠিক উত্তর: (খ)
৮৩.নেমাটোসিস্টের কাজ কী?
ক) বংশবৃদ্ধি খ) বর্জ্য নিষ্কাশন
গ) আত্মরক্ষা ঘ) বহুরূপিতা প্রদর্শন
সঠিক উত্তর: (গ)
৮৪.কোনটি বিবর্তন ধারার নির্দেশক?
ক) শ্রেণিবিন্যাস খ) খন্ডকায়ন
গ) প্রতিসাম্যতা ঘ) ভ্রুণস্তর
সঠিক উত্তর: (ক)
৮৫.উভচর শ্রেণির বৈশিষ্ট্য হলো-
i. দেহত্বক নগ্ন, গ্রন্থিময় ও সিক্ত
ii. লার্ভা অবস্থায় ফুলকার সাহায্যে শ্বাসকার্য
চালায়
iii. পশ্চাৎপদে ৫টি নখরযুক্ত আঙ্গুল থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও
iii
সঠিক উত্তর: (ঘ)
৮৬.Arthopoda পর্বের প্রাণীদের দেহের কিউটিকল কী
দ্বারা নির্মিত?
ক) সেলোলোজ খ) কাইটিন
গ) হেমিসেলুলোজ ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (খ)
৮৭.মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ কী দ্বারা আবৃত
থাকে?
ক) র্যাডুলা খ) হিমোসিল
গ) ম্যান্টল ঘ) টেনিডিয়া
সঠিক উত্তর: (গ)
৮৮.ইউরোকার্ডটা উপপর্বের প্রাণীদের কী নামে ডাকা
হয়?
ক) সাগর ফোয়ারা খ) স্পঞ্জ
গ) রেইন ফরেস্ট ঘ) হ্যাগফিশ
সঠিক উত্তর: (ক)
৮৯.একাইনোমার্ডাটা পর্বের প্রাণীদের শ্বসন অঙ্গ
কোনটি?
ক) শিখাকোষ খ) নালিকাপদ
গ) নেফ্রিডিয়া ঘ) ক্ষণপদ
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
একটি বিশেষ বিজ্ঞানসম্মত উপায়ে পৃথিবীর সকল প্রাণীকে
তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট কিছু দলে বিভক্ত করা হয়। এই প্রক্রিয়াটি একটি
সার্বজনীন প্রক্রিয়া।
৯০.সার্বজনীন প্রক্রিয়াটিতে ধানের নামকরণ কোনটি
হবে?
ক) Zea maize খ) Onyza
sativa
গ) Oryza sativa ঘ) Ocimum
sanctum
সঠিক উত্তর: (গ)
৯১.বিজ্ঞানসম্মত পদ্ধতিটি প্রাণীর-
i. বিবর্তনীয় ধারার নির্দেশক
ii. খাদ্যশৃঙ্খল বজায় রাখে
iii. শারীরবৃত্তীয় ঘটনা ব্যাখ্যা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও
iii
সঠিক উত্তর: (ক)