Cumilla Board ICT 2024 Question with Solution
অর্নব লাইব্রেরি থেকে ১টি কলম ও ১টি বই ক্রয় করল। কলম এর মূল্য টাকা এবং বইয়ের মূল্য টাকা।
খ. ৪+৪= 10 হয়- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মোট হেক্সাডেসিমেলে প্রকাশ করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো।
বিশ্বের ছোট-বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তা ইউনিকোড নামে পরিচিত।
৪+৪ = 10 হওয়া সম্ভব। ডেসিমেলে, ৪+8=161 এখন, ডেসিমেল সংখ্যা 16-কে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে হবে,

∴ হেক্সাডেসিমেল পদ্ধতিতে, ৪+৪ = 10 হতে পারে।
উদ্দীপকে উল্লিখিত কলমের মূল্য এবং বইয়ের মূল্য টাকা
কলমের মূল্য =
=56+6
কলম ও বইয়ের মোট মূল্য,
কলম ও বইয়ের মোট মূল্য হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো,

উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়ের পদ্ধতি হলো ২-এর পরিপূরক পদ্ধতি। নিচে ২-এর পরিপূরক পদ্ধতির সাহায্যে কলম ও বইয়ের মূল্যের পার্থক্য নির্ণয় করা হলো-
কলমের মূল্য, = (111110) = (00111110)
বইয়ের মূল্য,

কলম ও বইয়ের মূল্যের পার্থক্য,
এখানে, 00101101 ঋণাত্মক। সুতরাং, 00101101 এর ২-এর পরিপুরক করতে হবে।

এখন,

ক্যারিবিট বিবেচনা করা হয় না। সুতরাং, ক্যারিবিট বাদে কলম ও বইয়ের, মূল্যের পার্থক্য = বা ।
Cumilla Board ICT 2024 Question with Solution
খ. বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়- ব্যাখ্যা করো।
গ. চিত্র-১ এর F এর সরলীকৃত মান নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের চিত্র-২ এর X এর মানকে শুধু মাত্র নর গেইটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব- চিত্রসহ বিশ্লেষণ করো।
ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে টি ইনপুট থেকে টি আউটপুট লাইন পাওয়া যায়।
বাইনারি যোগে যে 0, 1 ব্যবহৃত হয় তা আসলে বাইনারি সংখ্যা কিন্তু বুলিয়ান অ্যালজেবরায় যে 0, 1 ব্যবহৃত হয় তা কোনো সংখ্যা নয় এগুলো আসলে লজিক লেভেল। এজন্য বলা হয় বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়।
উদ্দীপকের উল্লিখিত চিত্র-১ এর F এর মান,
নিম্নে F এর সরলীকৃত মান নির্ণয় করা হলো,
= (A + B). A
= A. A + A. В
= A + AB
= A(1 + B)
= A. 1 = A
উদ্দীপকের চিত্র-২ হতে পাই,
=Q+P
NOR গেইট দিয়ে বাস্তবায়নের জন্য,
X=Q+P
NOR গেইট দিয়ে উপরোক্ত ফাংশনের সার্কিট নিম্নরূপ-